Raiganj: এবার OTP দিলে টাকা নয়, কী বদলে গেল জানেন?
প্রতিদিন নতুন-নতুন প্রতারণার কায়দা সামনে আসে। এবার OTP জালিয়াতিতে বদলে গেল আস্ত একটি লরির মালিকানা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। জানা গিয়েছে, করণদিঘি থানা এলাকার বাসিন্দা এজারুল হক। তাঁর অভিযোগ,তার WB 59C/6034 নম্বরের লরি ছিনতাই হয়। এরপর গত ১৮ অক্টোবর রাতে রায়গঞ্জের পানিশালা এলাকায়।
প্রতিদিন নতুন-নতুন প্রতারণার কায়দা সামনে আসে। এবার OTP জালিয়াতিতে বদলে গেল আস্ত একটি লরির মালিকানা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। জানা গিয়েছে, করণদিঘি থানা এলাকার বাসিন্দা এজারুল হক। তাঁর অভিযোগ,তার WB 59C/6034 নম্বরের লরি ছিনতাই হয়। এরপর গত ১৮ অক্টোবর রাতে রায়গঞ্জের পানিশালা এলাকায়। সেই ঘটনায় তিনি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়েরও করেন।
প্রতিদিন নতুন-নতুন প্রতারণার কায়দা সামনে আসে। এবার OTP জালিয়াতিতে বদলে গেল আস্ত একটি লরির মালিকানা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। জানা গিয়েছে, করণদিঘি থানা এলাকার বাসিন্দা এজারুল হক। তাঁর অভিযোগ,তার WB 59C/6034 নম্বরের লরি ছিনতাই হয়। এরপর গত ১৮ অক্টোবর রাতে রায়গঞ্জের পানিশালা এলাকায়। সেই ঘটনায় তিনি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়েরও করেন।
কিন্তু সেখানেই শেষ নয়। কয়েকদিন পর এজারুল জানতে পারেন,তাঁর লরির মালিকানা পরিবর্তন হয়ে গিয়েছে। এরপর জানাজানি হতেই তিনি চাঁচল RTO-তে পৌঁছন। সেখানে গিয়ে জানা যায়,তাঁর গাড়ির মালিকানা পরিবর্তন হয়েছে মোবাইলের OTP-এর মাধ্যমে।