Air India Flight 171 Crash: ‘ধ্বংসস্তূপে এখনও ফোন বাজছে’, কিন্তু প্রাণ?
চারিদিকে ধ্বংসস্তূপ আর পোড়া বিমানের ধ্বংসাবশেষ। ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে আছে যাত্রীদের দেহাবশেষ। এই বিভীষিকাময় পরিস্থিতির মাঝেও একটানা বেজে চলেছে একটি ফোন—যেন মরিয়া হয়ে জানাতে চাইছে, কেউ অপেক্ষা করছে ও-পার থেকে। এয়ার ইন্ডিয়ার ভয়াবহ দুর্ঘটনায় ২৪১ জন যাত্রীর প্রাণ গিয়েছে। মুম্বইয়ের বাসিন্দা জাভেদ আলী, তাঁর স্ত্রী মরিয়ম ও দুই সন্তান লন্ডন ফেরার পথে সেই বিমানে ছিলেন। […]
চারিদিকে ধ্বংসস্তূপ আর পোড়া বিমানের ধ্বংসাবশেষ। ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে আছে যাত্রীদের দেহাবশেষ। এই বিভীষিকাময় পরিস্থিতির মাঝেও একটানা বেজে চলেছে একটি ফোন—যেন মরিয়া হয়ে জানাতে চাইছে, কেউ অপেক্ষা করছে ও-পার থেকে।
এয়ার ইন্ডিয়ার ভয়াবহ দুর্ঘটনায় ২৪১ জন যাত্রীর প্রাণ গিয়েছে। মুম্বইয়ের বাসিন্দা জাভেদ আলী, তাঁর স্ত্রী মরিয়ম ও দুই সন্তান লন্ডন ফেরার পথে সেই বিমানে ছিলেন। মাকে দেখতে দেশে এসেছিলেন, আর ফেরা হল না।
সবচেয়ে কষ্টের কথা, এখনও তাঁদের ফোনে কল যাচ্ছে, হোয়াটসঅ্যাপে মেসেজ ডেলিভার হচ্ছে, কিন্তু কেউ ফোন ধরছে না, কোনও উত্তর আসছে না। কোথায় জাভেদ এবং তাঁর পরিবার? কেউ জানে না।
ভগ্ন হৃদয়ে অপেক্ষা করছে পরিবার ও প্রিয়জনেরা, শেষ আশার আলোটুকু নিয়ে। এই ট্র্যাজেডি কেবল মৃত্যু নয়, এক অসহায় নিঃশব্দ প্রতীক্ষার প্রতিচ্ছবিও।
এখনও নিখোঁজ জাভেদ ও তাঁর পরিবার—দেখুন ভিডিয়ো।