Daspur News: হেলে পড়ল পাম্প হাউস! তারপর?

Daspur News: হেলে পড়ল পাম্প হাউস! তারপর?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 04, 2023 | 7:53 PM

মাটির সক্ষমতা সহ যাবতীয় দিক নির্ধারন না করেই অপরিকল্পিত ভাবে এই সরকারি প্রজেক্টের বাড়ি তৈরির অভিযোগ তোলেন স্থানীয়রা।তারপরেই গতরাতেই চলে হেলে যাওয়া ওই বাড়ি ভাঙার কাজ।পিএইচই দপ্তরের ইঞ্জিনিয়ার বলেন,বড়িটি বিপজ্জনক ভাবে হেলে গিয়েছিল তাই রাতেই ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদার সংস্থাকে।তিনি এর দায় চাপিয়েছেন ঠিকাদার সংস্থার উপরেই, ঠিকাদার সংস্থাকে তার খরচে এমন বাড়ি ফের তৈরি করে দিতে হবে বলে জানান পশ্চিম মেদিনীপুর জেলা পিএইচই দপ্তরের বিভাগীয় ইঞ্জিনিয়ার

জল জীবন মিশন প্রকল্পের নির্মীয়মান পাম্প হাউস ভয়াবহ ভাবে হেলে পড়লো,তড়িঘড়ি রাতেই হেলে যাওয়া সেই বাড়ি ভেঙে দেওয়া হল।অপরিকল্পিত ভাবে সরকারি প্রজেক্টের কাজ করা হচ্ছে জনগণের টাকা নয়ছয় করে এমনই অভিযোগ তুলে সরব এলাকাবাসী। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গেলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট, ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পরিদর্শনের পর তিনি অভিযোগ করেন, অপরিকল্পিত ভাবে কাজ হচ্ছে,কাজের এই গাফিলতির ফলে তৃণমূল নেতৃত্বেরও হাত রয়েছে বলে দাবি করলেন তিনি। এমন কি ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার কামালপুর কুরনিপুল সংলগ্ন স্থানে পিএইচই জল প্রকল্পের একটি দোতলা বাড়ি নির্মান চলছিল,নির্মানকাজ চলাকালীন গতকাল বাড়িটি একদিকে হেলে গিয়ে উল্টে যাওয়ার উপক্রম হয়।
মাটির সক্ষমতা সহ যাবতীয় দিক নির্ধারন না করেই অপরিকল্পিত ভাবে এই সরকারি প্রজেক্টের বাড়ি তৈরির অভিযোগ তোলেন স্থানীয়রা।তারপরেই গতরাতেই চলে হেলে যাওয়া ওই বাড়ি ভাঙার কাজ।পিএইচই দপ্তরের ইঞ্জিনিয়ার বলেন,বড়িটি বিপজ্জনক ভাবে হেলে গিয়েছিল তাই রাতেই ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদার সংস্থাকে।তিনি এর দায় চাপিয়েছেন ঠিকাদার সংস্থার উপরেই, ঠিকাদার সংস্থাকে তার খরচে এমন বাড়ি ফের তৈরি করে দিতে হবে বলে জানান পশ্চিম মেদিনীপুর জেলা পিএইচই দপ্তরের বিভাগীয় ইঞ্জিনিয়ার।এর পাশাপাশি প্রকল্প রূপায়নে ক্রুটি যে ছিল সেই কথা স্বীকার করে নেন তিনি। প্রসঙ্গত এই স্থানে একটি নয়ানজুলিকে ভরাট করে প্রথমে খেলার মাঠ করার পরিকল্পনা করা হয় কয়েক বছর আগে।১০০ দিনের কাজ থেকে প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয় করে মাটি ফেলে নয়ানজুলি ভরাট করা হয়।সম্প্রতি এখানে পিএইচই বিভাগের প্রজেক্ট শুরু হয়।বহু টাকা ব্যায়ে শুরু হয় এই প্রজেক্ট। তারই অঙ্গ হিসাবে একটি দোতলা বাড়ি নির্মাণ চলছিল ওই স্থানে,বাড়িটি ওই ভরাট করা মাটির উপরে নির্মাণ চলছিল। সেই বাড়িটি গতকাল ভয়াবহ ভাবে একদিকে হেলে যায়।চরম ক্ষোভ প্রকাশ করেন এলাকার অনেকেই।এই কাজে কোনো ধরনের যে সুষ্ঠু পরিকল্পনা করা হয়নি এবং সরকারি নজরদারির অভাব ছিল সেই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার মানুষ।তারপরেই রাতে বাড়িটিকে সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়।