Tista Irrigation System News: জলে ধ্বসে গেল গোটা রাস্তা!

Tista Irrigation System News: জলে ধ্বসে গেল গোটা রাস্তা!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 26, 2023 | 3:02 PM

তিস্তার সেচ ক্যানালে জলের ধাক্কায় ধ্বসে গেল সেতুর অ্যাপ্রোচ রোড।ফলে যাতায়াতের সমস্যায় পড়েছেন রাজগঞ্জের হরিচরণভিটা বাসিন্দারা।সেই সঙ্গে সেচের জল বন্ধ হয়ে গিয়েছে।

তিস্তার সেচ ক্যানালে ছাড়া জলে ধ্বসে গেল সেতুর অ্যাপ্রোচ রোড। সমস্যায় রাজগঞ্জের হরিচরণভিটার বাসিন্দারা। তিস্তার সেচ ক্যানালে জলের ধাক্কায় ধ্বসে গেল সেতুর অ্যাপ্রোচ রোড।ফলে যাতায়াতের সমস্যায় পড়েছেন রাজগঞ্জের হরিচরণভিটা বাসিন্দারা।সেই সঙ্গে সেচের জল বন্ধ হয়ে গিয়েছে।তাই অবিলম্বে ক্যানাল ও অ্যাপ্রোচ রোড মেরামতের দাবি তুললেন রাজগঞ্জ ব্লকের আমবাড়ির সংলগ্ন পূর্ব হরিচরণভিটা সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা। জানা গিয়েছে, রাজগঞ্জের আমবাড়ির করতোয়া ব্যারেজ থেকে একটি দীর্ঘ সেচ ক্যানাল রয়েছে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের বাদলাগছ পর্যন্ত।ওই ক্যানালের জল বেশ কয়েকটি গ্রামের মানুষ চাষের কাজে ব্যবহার করেন। ক্যানালের রাস্তায় পূর্ব হরিচরণভিটা এলাকায় হারিয়া নদীর উপর রয়েছে একটি পাকা সেতু। পূর্ব হরিচরণভিটা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। গত কয়েকদিন বৃষ্টি না হওয়ায় জমির জল শুকিয়ে যাওয়ায় ব্যারেজ থেকে ক্যানেলে জল ছেড়েছে। আর এই জলের চাপে মঙ্গলবার ক্যানেলে থাকা সেতুর অ্যাপ্রোচ রোড ধ্বসে যায়।ফলে যাতায়াতের সমস্যায় পড়েছেন বাসিন্দারা।শুধু যাতায়াতের সমস্যাই নয়। ধ্বসের ফলে সেচের জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। তাই অবিলম্বে ক্যানালের লিকেজ ও অ্যাপ্রোচ রোড মেরামতের দাবি তুলেছেন বাসিন্দারা। খবর পেয়ে ছুটে আসে সেচ দপ্তরের আধিকারিক ও কর্মীরা।তারা এলাকা পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দা অনন্ত সরকার বলেন আমরা সহ আশেপাশের গ্রামের মানুষজন এই পথ দিয়ে যাতায়াত করে। স্কুলের বাচ্চারাও যাতায়াত করে।কিন্তু এপ্রোচ ভাঙার ফলে সকলেই সমস্যায় পড়লো। স্থানীয় পঞ্চায়েত সদস্য সজেন রায় জানান এরফলে সমস্যায় পড়ে গেলে হরিচরনভিটা সহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষজন। যারা একদিকে যেমন এই পথ দিয়ে যাতায়াত করে। পাশাপাশি ক্যানেলের জল দিয়ে চাষ করেন। সেচের জন্য জল না পেলে এই এলাকায় চাষবাস মার খাবে।তাই আমরা সেচ দপ্তরের আধিকারিকদের দ্রুত এর মেরামতির জন্য জানিয়েছি। সেচ দপ্তরের আধিকারিক অরুপ পাল জানান খবর পেয়ে আমরা এসেছিলাম।এলাকা পরিদর্শন করে গেলাম। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানাবো। তারা যেমন নির্দেশ দেবে সেই অনুয়ায়ী আগামী পদক্ষেপ নেওয়া হবে।