Auto Accident At Basirhat: অটো উল্টে মৃত ১!
ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক, আহত এক। বসিরহাটের মিনাখাঁ থানার বামনপুকুর স্কুল রোড এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, বামনপুকুর স্কুল রোডে একটি চলন্ত অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক, আহত এক। বসিরহাটের মিনাখাঁ থানার বামনপুকুর স্কুল রোড এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, বামনপুকুর স্কুল রোডে একটি চলন্ত অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় গুরুতর আহত হয় দু’জন। স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ৩৮ বছরের নয়ন প্রামাণিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে ২৪ বছরের শ্যামসুন্দর প্রামাণিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তর করেন। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। কিভাবে ঘটল এই ঘটনা জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ।
Latest Videos