Family Figfhting On Paschim Medinipur: ১ জায়ের কান ছিড়ল আরেক জা!
হঠাৎ করেই রাস্তার ওপর দুই জায়ের মারামারির ঘটনায় স্তম্ভিত ডেবরা।মারামারিতে এক জায়ের কান ছিঁড়লো আরেক জা। আর যা নিয়ে ডেবরা জুড়ে শুরু হয়েছে গুঞ্জন। তবে হঠাৎ করেই এই দু জায়ের মারামারিতে স্তম্ভিত পুলিশও।
হঠাৎ করেই রাস্তার ওপর দুই জায়ের মারামারির ঘটনায় স্তম্ভিত ডেবরা।মারামারিতে এক জায়ের কান ছিঁড়লো আরেক জা। আর যা নিয়ে ডেবরা জুড়ে শুরু হয়েছে গুঞ্জন। তবে হঠাৎ করেই এই দু জায়ের মারামারিতে স্তম্ভিত পুলিশও। জমি জায়গা সংক্রান্ত বিবাদ না রাজনৈতিক কারন। খতিয়ে দেখছে ডেবরা থানার পুলিশ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের চকবাজিত এলাকায়। গতকাল ডেবরার চকবাজিত এলাকায় ঝর্না মান্নার সঙ্গে তার যা অনিমা সাঁতরা মান্নার মারামারি শুরু হয়। আর সেই মারামারির ভিডিও বুধবার সকাল থেকেই ভাইরাল হতে শুরু হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই tv9 বাংলা। এক পক্ষের দাবি রাজনৈতিক কারণে মারধর করা হয়েছে যদিও পাল্টা অন্য পক্ষের দাবি জমি জায়গার বিবাদের কারণে এই গোলমাল । পুরো বিষয়টি খতিয়ে দেখছে ডেবরা থানার পুলিশ ।
Latest Videos