Subhashree Ganguly News: শুভশ্রীর প্রণামে বাধা, হঠাৎ কেন এমন করলেন মুখ্যমন্ত্রী?

Subhashree Ganguly News: শুভশ্রীর প্রণামে বাধা, হঠাৎ কেন এমন করলেন মুখ্যমন্ত্রী?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 25, 2023 | 9:52 PM

'মহানায়ক' পুরস্কার পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতে গিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু বাধা দিলেন মমতা। কেন জানেন? শুভশ্রী গর্ভবতী। এই সময় নিচু হওয়া ঝুঁকির কারণ হতে পারে। সে কারণেই মুখ্যমন্ত্রীর এই সাবধানতা।

টলিপাড়ার ‘মহানায়কেরা’
উত্তমকুমারের প্রয়াণ দিবসে টলিপাড়ার একগুচ্ছ অভিনেতা-অভিনেত্রীকে ‘মহানায়ক’ সম্মানে ভূষিত করেছে রাজ্য সরকার। এঁদের সকলের হাতে পুরস্কার তুলে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এঁদের মধ্যে রয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য-সহ অনেকেই।

শুভশ্রীর প্রণামে বাধা
‘মহানায়ক’ পুরস্কার পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতে গিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু বাধা দিলেন মমতা। কেন জানেন? শুভশ্রী গর্ভবতী। এই সময় নিচু হওয়া ঝুঁকির কারণ হতে পারে। সে কারণেই মুখ্যমন্ত্রীর এই সাবধানতা।

অঙ্কুশের উপলব্ধি
‘মহানায়ক’ পুরস্কার পেয়েছেন অঙ্কুশ হাজরা। অঙ্কুশের এহেন সম্মান পাওয়া নিয়ে যখন হচ্ছে সমালোচনা, তখন এক চরম উপলব্ধি হল অভিনেতার। তাঁর কথায়, “পুরস্কার অনুপ্রেরণা যোগায়। তাই গ্রহণ করলাম । প্রচুর পরিশ্রম বাকি নিজেকে এই পুরস্কারের যোগ্য করে তোলার জন্যে।”

পাঁচতারায় পান্তাভাত সুদীপা
পান্তা–দুই বাংলার প্রিয় খাবার। বাসি ভাত ভিজিয়ে তা পরদিন পেঁয়াজ, লঙ্কা, আলু ভাতে দিয়ে খাওয়ার চল বহু প্রাচীন। এবার সেই পান্তাই পাঁচতারা হোটেলে খেয়ে সমালোচনার শিকার হলেন সঞ্চালিকা-ব্যবসায়ী সুদীপা চট্টোপাধ্যায়। নেটিজেনদের কটাক্ষ, “বড়লোকদের পান্তাও আসে পাঁচতারা থেকে, সবটাই বিলাসিতা।”

শাহরুখের চমক
শাহরুখ খানের ছবি ‘জওয়ান’-এ এবার সলমন খানের চমক। এই ছবির সঙ্গেই মুক্তি পেতে চলেছে ‘টাইগার থ্রি’ ছবির টিজ়ার। খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া ভক্তমনে। আবারও দুই স্টার একসঙ্গে বক্স অফিস দাপাতে নিলেন নয়া উদ্যোগ।

ভাল স্বামীর সংজ্ঞা
এবার ভাল স্বামীর সংজ্ঞা দিলেন ভিকি কৌশল। কীভাবে ক্যাটরিনার মন জয় করেন তিনি? ভিকির কথায়, ”সম্পর্কে আসলে ‘আমি’ বলে কিছু থাকে না, তখন বিষয়টা আমরা। দু’জনের মতামতকে সমান গুরুত্ব দিতে হয়, আর মাঝামাঝি কোনও সিদ্ধান্ত গ্রহণ করলেই সহজে সমস্যার সমাধান ঘটে।”

সম্পর্কে বাধা মা?
এই মুহূর্তে অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুরের প্রেমের খবরে তোলপাড় নেটপাড়া। তবে সূত্র বলছে, মেয়ের এই প্রেমের গুঞ্জন মোটেও ভালভাবে নিচ্ছেন না মা ভাবনা (Bhavna) পান্ডে। কারণ একটাই, কাজের চেয়ে মেয়ের প্রেম চর্চায় বেশি। তিনি চান, মেয়ের কর্মজীবন নিয়েই হোক আলোচনা।

রেকর্ড গড়লেন আল্লু
নয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থ্রেডস নিয়ে এখন বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে। সেখানেই রেকর্ড গড়লেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। একটি ছবি পোস্ট করে পেলেন ১ মিলিয়ান ভিউ। পলকে যা সকলের নজর কাড়ল, তিনিই প্রথম ভারতীয় অভিনেতা, যিনি এই পরিমাণ রিচ (REACH) পেলেন মেটা-র এই নতুন অ্যাপ থেকে।

প্রতিবাদ অর্চনার
সোশ্যাল মিডিয়ায় বরের সঙ্গে ছবি দিতেই ট্রোলের শিকার অর্চনা পুরাণ সিং। ”মহিলা কম আপনাকে পুরুষ লাগছে বেশি”, মন্তব্য করে বসেন এক নেটিজ়েন। চুপ করে না থেকে এবার অর্চনা দিলেন সপাট জবাব। লিখলেন, ”মহিলাদের সম্মান করতে শিখুন, নইলে সম্মান পাবেন কীভাবে?”