Gold Hallmarking: বদলে যাচ্ছে সোনা কেনার নিয়ম

Gold Hallmarking: বদলে যাচ্ছে সোনা কেনার নিয়ম

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Mar 05, 2023 | 11:18 PM

১ মার্চের পর থেকে হলমার্ক চিহ্ন ছাড়া সোনা বা সোনার গয়না বিক্রি করা যাবে না। ৬ অঙ্কের HUID ছাড়া সোনার গয়না বিক্রি করা যাবে না। HUID হল ৬ অঙ্কের একটি আলফানিউমেরিক কোড।

১ মার্চের পর থেকে হলমার্ক চিহ্ন ছাড়া সোনা বা সোনার গয়না বিক্রি করা যাবে না। ৬ অঙ্কের HUID ছাড়া সোনার গয়না বিক্রি করা যাবে না। HUID হল ৬ অঙ্কের একটি আলফানিউমেরিক কোড। নম্বর ও অক্ষর মিলে এই ৬ অঙ্কের কোডটি তৈরি হয়।কোনও সোনার হলমার্কিংয়ের সময় প্রতিটি সোনার গয়নার জন্য HUID দেওয়া হবে। HUID প্রতিটি গয়নার জন্য আলাদা আলাদা হবে। অ্যাসেইং ও হলমার্কিং সেন্টারেই এই ইউনিক নম্বরটি সোনার গয়নার উপর খোদাই করে দেওয়া হবে।আগে HUID চার অঙ্কের হত।৩১ শে মার্চের পরে শুধুমাত্র ৬ অঙ্কের আলফানিউমেরিক কোড ব্যবহারে অনুমতি দেওয়া হবে। সোনা নকল না আসল তা জানতে গ্রাহকদের সাহায্য় করে এই HUID। ৪ ও ৬ অঙ্কের হল হলমার্কিং নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। সেই কারণেই ৪ অঙ্কের বাদ দিয়ে কেবলমাত্র ৬ অঙ্কের হলমার্কিং বলবৎ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত ৩ মার্চ BIS-র সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালের বৈঠকের পরই এই সিদ্ধান্ত।দেশে নকল সোনার গয়নার বিক্রি বন্ধ করতেই এই সিদ্ধান্ত ।