AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mayapur Iskon: জানেন কি, আজ স্নানের পরেই জ্বরে  পড়বেন  জগন্নাথদেব

Mayapur Iskon: জানেন কি, আজ স্নানের পরেই জ্বরে পড়বেন জগন্নাথদেব

TV9 Bangla Digital

| Edited By: সোমনাথ মিত্র

Updated on: Jun 11, 2025 | 6:44 PM

জৈষ্ঠ্য মাসের পূর্ণিমা তিথিতে মায়াপুরের জগন্নাথ মন্দিরে আয়োজিত হল স্নানযাত্রা উৎসব। মায়াপুর ইসকনের শাখা এই জগন্নাথ মন্দিরে রথযাত্রার আগে প্রতি বছরই ধুমধামে পালিত হয় দেবস্নান পূর্ণিমা। এই উপলক্ষে আজ ভোর থেকেই বিশেষ পূজা ও স্নানাভিষেকের আয়োজন করা হয় জগন্নাথ, সুভদ্রা ও বলরামের। ভক্তরা বিশ্বাস করেন, এই স্নানের পরেই দেবতাদের শরীরে জ্বর আসে, তাই তাঁরা ১৪ […]

জৈষ্ঠ্য মাসের পূর্ণিমা তিথিতে মায়াপুরের জগন্নাথ মন্দিরে আয়োজিত হল স্নানযাত্রা উৎসব। মায়াপুর ইসকনের শাখা এই জগন্নাথ মন্দিরে রথযাত্রার আগে প্রতি বছরই ধুমধামে পালিত হয় দেবস্নান পূর্ণিমা। এই উপলক্ষে আজ ভোর থেকেই বিশেষ পূজা ও স্নানাভিষেকের আয়োজন করা হয় জগন্নাথ, সুভদ্রা ও বলরামের।

ভক্তরা বিশ্বাস করেন, এই স্নানের পরেই দেবতাদের শরীরে জ্বর আসে, তাই তাঁরা ১৪ দিন ‘অন্তরালে’ থাকেন— অর্থাৎ লোকচক্ষুর আড়ালে চলে যান। এরপর ১৫ তম দিনে হয় মহারথযাত্রা, যেখানে দেবতারা রথে চড়ে যান মাসির বাড়ি।

এই পবিত্র স্নানযাত্রা দেখতে দেশ-বিদেশের বহু ভক্ত এই ঐতিহ্যবাহী মন্দিরে সমবেত হন। ভক্তরা জানান, স্নানের পর জগন্নাথের দর্শন যেন এক অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি। এই দিনটিকে ‘দেবস্নান পূর্ণিমা’ নামেই চিহ্নিত করা হয় হিন্দু ধর্মে।