Arambagh News: সম্পত্তি না দিলে…
সম্পত্তি ছেলেকে লিখে দিতে হবে না লিখে দিলে বাড়িতে ঢোকা যাবে না। সম্পত্তি না দিয়ে বাড়িতে ঢুকলে খুন করারও হুমকি দিচ্ছে গুনধর একমাত্র ছেলে। এমনই অভিযোগ বাবার। ছেলের নিদানে ভয়ে সন্ত্রস্ত হয়ে অসুস্থ স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়েছেন।
সম্পত্তি ছেলেকে লিখে দিতে হবে না লিখে দিলে বাড়িতে ঢোকা যাবে না। সম্পত্তি না দিয়ে বাড়িতে ঢুকলে খুন করারও হুমকি দিচ্ছে গুনধর একমাত্র ছেলে। এমনই অভিযোগ বাবার। ছেলের নিদানে ভয়ে সন্ত্রস্ত হয়ে অসুস্থ স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়েছেন। ছেলের হুমকিতে বাড়িতেই ফিরতে পারেননি গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পুন্ডহিত গ্রামের ৬৯ বছর বয়স গণেশ বৈরাগী। গুনধর ছেলে অনন্ত বৈরাগীর নিদানে ও হুমকিতে প্রায় দেড় বছর ধরে তাঁর স্ত্রীকে নিয়ে তিনি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডে চলে গিয়েছেন। ছেলের ভয়ে তিনি বাড়ি মুখো হননি। সুবিচারের আশায় গোঘাট থানায় ২য় বার গোটা বিষয়টি থানায় অভিযোগ দায়ের করেন। গত বছরও একইভাবে অভিযোগ দায়ের করেছিলেন গোঘাট থানাতে। তারপরে প্রচুর হুমকি চলছিল তারপরেই তিনি রাজ্য ছেড়ে ঝাড়খন্ডে চলে যান। কিন্তু থানা কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। শুধু মাত্র ডায়েরি লিখেই ছেড়ে দিয়েছে। এই অভিযোগও করেন বৃদ্ধ গণেশের। আপাতত অসহায় বৃদ্ধ বাবা। পুলিশের সহযোগিতা কাম্য করছেন বৃদ্ধ গণেশ। যদিও ছেলে অনন্তর দাবি,এসবই মিথ্যা কথা। আমি বাবাকে বলেছি এখানেই থাকতে। যে জমি জমা আছে সেই কাজ গুলো করুক না। আসলে বাবা দিদিদের পরামর্শে জমি গুলো বিক্রি করে দিতে চাইছে।আমি বলেছি,বাবা এখানে থাকুক্ না, আমি পাশে বাড়ি করে থাকবো।আমি কোন দিনই মেরে ফেলার কথা বলিনি।সবই অন্যের ষড়যন্ত্রে চলছে বাবা। বাবা ও ছেলের সম্পর্ক নিয়ে গত বছর এলাকায় সালিশি বসায় তৃণমূল নেতৃত্ব তা পিতা- পুত্র দুজনই ক্যামেরার সামনে বলেছেন। তারপরেই মেয়েকে দেওয়া কয়েক বিঘা জমি ফিরিয়ে দিতে অর্থাৎ গণেশ বৈরাগীর নামে রেজিস্ট্রিও করতে বাধ্য হয় বড় মেয়ে বলে অভিযোগ। একমাত্র পুত্র বাবাকে মেরে ফেলার হুমকি দেয় সম্পত্তি হাতানোর জন্য বলে অভিযোগ করছেন গণেশ বাবু। এমনকি শ্রীলতাহানির ও কেস দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। তারপরেই ভীত সন্ত্রস্ত হয়ে রাজ্য ছেড়ে স্ত্রীকে নিয়ে ঝাড়খন্ডে চলে যান।