Serampore News: বৌ-মেয়েকে খুন করে শ্বশুরবাড়িতেই আত্মহত্যার চেষ্টা জামাইয়ের
শ্রীরামপুরে মর্মান্তিক ঘটনা। স্ত্রীর ও ছোট্ট সন্তানকে খুন করে আত্মঘাতী স্বামী। মৃত পায়েল চ্যাটার্জি ও তাঁর মেয়ে অদ্রিজা। অভিযুক্ত স্বামী কাশীনাথ চ্যাটার্জি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, শ্বশুরবাড়ির পাড়ায় স্ত্রী ও মেয়ের সঙ্গে থাকতেন কাশীনাথ। বুধবার সকালে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় পায় পায়েল ও অদ্রিজাকে। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে। […]
শ্রীরামপুরে মর্মান্তিক ঘটনা। স্ত্রীর ও ছোট্ট সন্তানকে খুন করে আত্মঘাতী স্বামী। মৃত পায়েল চ্যাটার্জি ও তাঁর মেয়ে অদ্রিজা। অভিযুক্ত স্বামী কাশীনাথ চ্যাটার্জি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি।
জানা গিয়েছে, শ্বশুরবাড়ির পাড়ায় স্ত্রী ও মেয়ের সঙ্গে থাকতেন কাশীনাথ। বুধবার সকালে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় পায় পায়েল ও অদ্রিজাকে। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে। উত্তরপাড়া থানার পুলিশ এসে দুটি দেহ উদ্ধার করে।
পাশেই পাওয়া যায় কাশীনাথকে। তাঁর শরীরেও আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক অনুমান, স্ত্রী ও সন্তানকে খুন করে নিজেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
পুলিশ জানিয়েছে, পারিবারিক অশান্তিই এর পেছনে কারণ হতে পারে। কী বলছে পরিবার ও প্রতিবেশীরা? দেখুন ভিডিয়ো
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

