Mars Helicopter: মঙ্গল থেকে ‘সাড়া’ এল ৬৩ দিন পর

Mars Helicopter: মঙ্গল থেকে ‘সাড়া’ এল ৬৩ দিন পর

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jul 06, 2023 | 6:36 PM

মহাকাশযানের নাম ‘ইনজেনুইটি মার্স হেলিকপ্টার’। অবশেষে ৬৩ দিন পর মহাকাশযানের খোঁজ পাওয়া গেল। ২০২১ সালে মহাকাশে মার্স হেলিকপ্টারের সঙ্গে প্রিজারভেন্স রোভার পাঠানো হয়েছিল। নাসা অনেকবার ইনজেনুইটি মহাকাশযানটি রোবট পাঠানোর জন্য ব্যবহার করেছে।

অনেক চেষ্টা করেও নাসার এই মহাকাশযানটি নিখোঁজ ছিল। মহাকাশযানের নাম ‘ইনজেনুইটি মার্স হেলিকপ্টার’। অবশেষে ৬৩ দিন পর মহাকাশযানের খোঁজ পাওয়া গেল। ২০২১ সালে মহাকাশে মার্স হেলিকপ্টারের সঙ্গে প্রিজারভেন্স রোভার পাঠানো হয়েছিল। নাসা অনেকবার ইনজেনুইটি মহাকাশযানটি রোবট পাঠানোর জন্য ব্যবহার করেছে। কিন্তু নাসার জেট প্রপালসন ল্যাবরেটরির সঙ্গে এই ইনজেনুইটির যোগাযোগ বন্ধ হয়ে যায়। ৩০ জুন আবার যোগাযোগ করা সম্ভব হয়েছে। প্রিজারভেন্স রোভার এবং ইনজেনুইটির মাঝে একটি পাহাড়ের বাধা এসে গিয়েছিল। সেই কারণে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ইনজেনুইটির মাধ্যমে আবার যোগাযোগ করা সম্ভব হয়েছে। গবেষকরা জানিয়েছেন,হেলিকপ্টারটি কোনও ক্ষতি হয়নি। নাসার এক ইঞ্জিনিয়ার বলেছেন, এর আগেও ইনজেনুইটি হারিয়ে গিয়েছিল মঙ্গলের এক নদীতে। তখন ইনজেনুইটির সঙ্গে ৬ দিন কোনও যোগাযোগ করা যায়নি।