Same Sex Marriage: সমলিঙ্গে বিবাহ অপরাধ?

Same Sex Marriage: সমলিঙ্গে বিবাহ অপরাধ?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 05, 2023 | 2:26 PM

সমলিঙ্গে বিবাহ বিষয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সম্মলিঙ্গ বিবাহকে আইনি স্বীকৃতি না দিলেও তাঁদের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছে উচ্চ আদালত। সারা দুনিয়ায় ৩৫টি দেশে সম লিঙ্গের বিবাহ আইনিভাবে স্বীকৃত। আর্জেন্টিনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া জার্মানি ও ব্রিটেনে স্বীকৃত সমলিঙ্গে বিবাহ।

সমলিঙ্গে বিবাহ বিষয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সম্মলিঙ্গ বিবাহকে আইনি স্বীকৃতি না দিলেও তাঁদের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছে উচ্চ আদালত। সারা দুনিয়ায় ৩৫টি দেশে সম লিঙ্গের বিবাহ আইনিভাবে স্বীকৃত। আর্জেন্টিনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া জার্মানি ও ব্রিটেনে স্বীকৃত সমলিঙ্গে বিবাহ। এশিয়ার কোনও দেশে সমলিঙ্গে বিবাহ আইন স্বীকৃত নয়।

পৃথিবীর কোন কোন দেশে সম লিঙ্গ বিবাহ অপরাধ? ৫৬ টি দেশ সমলিঙ্গে বিবাহকে অপরাধের চোখে দেখে। আফগানিস্তান, মিশর, মরক্কো, পাকিস্তান ও বাংলাদেশে জেল পর্যন্ত হতে পারে এই বিবাহে। ৭ দেশে সমলিঙ্গে বিবাহের শাস্তি হল মৃত্যুদণ্ড। ইরান, নাইজেরিয়া ও সৌদি আরবে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় সমলিঙ্গে বিবাহে। কোনও ইসলামিক রাষ্ট্রেই সম্মলিঙ্গে বিবাহ আইনি স্বীকৃত নয়। সমকামীদের প্রেমে আপত্তি নেই বেশ কিছু রাষ্ট্রের। বিয়েতে আইনি স্বীকৃতিও নেই সেখানে। ইউরোপের অধিকাংশ দেশই এই তালিকায়। আছে জাপান, মঙ্গোলিয়া, কোরিয়া ও চিন।