Viral Video: ক্লান্ত হয়ে পড়ে গেল রোবট!
সম্প্রতি টুইটারে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে,একটি রোবট ক্রমাগত কাজ করছে। কাজ করতে করতে এক সময় হঠাৎ মাটিতে ধপাস করে পড়ে যায় রোবট।
সম্প্রতি টুইটারে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে,একটি রোবট ক্রমাগত কাজ করছে। যন্ত্র মানবটি একটি কনভেয়ার বেল্টের উপর প্লাস্টিকের পাত্র রাখছে। টাইম-ল্যাপসের মধ্যে করা ভিডিয়া দেখে বোঝা গিয়েছে যে রোবট ঘন্টার পর ঘন্টা কাজ করছে। এভাবেই কাজ করতে করতে এক সময় হঠাৎ মাটিতে ধপাস করে পড়ে যায় রোবট। ভিডিয়োর ক্যাপশনেও লেখা হয়েছে,’দীর্ঘক্ষণ কাজ করার পর ক্লান্ত হয়ে পড়েছে রোবট’। মানুষের থেকে রোবটের কাজ করার ক্ষমতা অনেক গুণ বেশি। সেই রোবটই যে ক্লান্ত হতে পারে, তা ভিডিয়োটি না দেখলে কেউই বিশ্বাস করতেন না। উল্লেখ্য কয়েকদিন আগেও এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেখানে একটি রোবটকে ঠিক জায়গায় বাক্স রাখার কাজ দেওয়া হয়েছিল। কিন্তু সেই কাজ করার সময়েই একইভাবে সেই রোবটটিও আচমকা মাটিতে পড়ে গিয়েছিল। রোবটদের কাজে ব্যর্থতা দেখে তাদের কর্মক্ষমতা উঠেছে প্রশ্ন। বিশেষজ্ঞদের একাংশের মত,হয়তো যান্ত্রিক ত্রুটির কারণেই রোবটগুলি পুরোপুরি কাজ করতে পারেনি। যন্ত্রমানব যে মানুষের চেয়ে প্রযুক্তিতে অনেকটাই এগিয়ে রয়েছে তা অনস্বীকার্য। সম্প্রতি সুরাটের ৪ ছাত্র এমন একটি রোবট তৈরি করেছেন যা অবিকল মানুষের মতো হাঁটতে পারে। সেই রোবট এমনকী রিকশা টানতেও সক্ষম।