Durgapur Agitation: চাকরির দাবিতে খনির কাজ বন্ধ!
অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে অতি সহজেই ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের জন্য কন্টিনিউয়াস খনির কাজ শুরু হয়েছে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের বাঁকোলা এরিয়ার পাণ্ডবেশ্বর ব্লকের তিলাবনি এলাকায়। জোর কদমে চলছে সেই কাজও। সোমবার সকালে এলাকাবাসীরা অভিযোগ তোলেন বেআইনিভাবে জমি রেজিস্ট্রেশন ছাড়াই তাদের জমির ওপর কন্টিনিউয়াস খনির কাজ করছে খনি কর্তৃপক্ষ।
অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে অতি সহজেই ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের জন্য কন্টিনিউয়াস খনির কাজ শুরু হয়েছে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের বাঁকোলা এরিয়ার পাণ্ডবেশ্বর ব্লকের তিলাবনি এলাকায়। জোর কদমে চলছে সেই কাজও। সোমবার সকালে এলাকাবাসীরা অভিযোগ তোলেন বেআইনিভাবে জমি রেজিস্ট্রেশন ছাড়াই তাদের জমির ওপর কন্টিনিউয়াস খনির কাজ করছে খনি কর্তৃপক্ষ।
পাশাপাশি ইসিএলের নিয়ম অনুযায়ী প্রত্যেক ভূমিহারাদের চাকরিও দিতে হবে। এই দাবি তুলে কন্টিনিউয়াস খনির কাজ বন্ধ করে বিক্ষোভে নামে এলাকাবাসীরা। তারা সাফ জানিয়ে দেন যতক্ষণ না পর্যন্ত খনি কর্তৃপক্ষ তাদের জমি অধিগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করছে এবং লিখিতভাবে চাকরির আশ্বাস দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি থাকবে। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় কন্টিনিউয়াস খনির কাজ। ইসিএল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে চাননি।