World Oldest Dog: চলে গেল বিশ্বের বয়স্কতম কুকুর
ফেব্রুয়ারিতে বিশ্বের বয়স্কতম কুকুর হওয়ার গিনেস রেকর্ড করে পর্তুগালের ববি। ২০২৩, মে মাসে এই সারমেয়র বয়স হয় ৩১ বছর। ৩১ বছর ১৬৫ দিন বয়সে মারা গেল এই বৃদ্ধ সারমেয় ববি। ববির মালিক লিওনেল কোস্তা। ববি ছিল রাফেইরো জাতের কুকুর। এই প্রজাতির কুকুর সাধারণত ১২ থেকে ১৪ বছর বাঁচে।
ফেব্রুয়ারিতে বিশ্বের বয়স্কতম কুকুর হওয়ার গিনেস রেকর্ড করে পর্তুগালের ববি। ২০২৩, মে মাসে এই সারমেয়র বয়স হয় ৩১ বছর। ৩১ বছর ১৬৫ দিন বয়সে মারা গেল এই বৃদ্ধ সারমেয় ববি। ববির মালিক লিওনেল কোস্তা। ববি ছিল রাফেইরো জাতের কুকুর। এই প্রজাতির কুকুর সাধারণত ১২ থেকে ১৪ বছর বাঁচে। এদেরকে পর্তুগালে গবাদি পশু পাহারা দেওয়ার জন্য রাখা হয়।
ববির মৃত্যুতে ভেঙে পড়েছেন কোস্তা। লিওনেল কোস্তা জানান কখনোই ববিকে বেঁধে রাখতে হয়নি। ববি কারও ওপর কোনদিন হামলাও চালায়নি। সে শান্ত স্বভাবের সারমেয় ছিল। ২০১৮ এ ববির শ্বাসকষ্ট হয়। মৃত্যুর আগে সে হাঁটাচলা ও চোখের সমস্যায় ভুগছিল। ববির আগে সবচেয়ে বেশি বয়সের কুকুর ছিল অস্ট্রেলিয়ার ব্লুয়ে। ১৯৩৯এ ২৯ বছর ৫ মাসে তার মৃত্যু হয়।
Latest Videos