Nauru Island: কলকাতার ১/১০ তবু অলিম্পকে এই দেশ

Nauru Island: কলকাতার ১/১০ তবু অলিম্পকে এই দেশ

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 23, 2023 | 4:26 PM

প্রশান্ত মহাসাগরের দক্ষিণে মাইক্রোনেশিয়ায় ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপ রাষ্ট্র। পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন দ্বীপ রাষ্ট্র নাউরু প্রজাতন্ত্র । ২১ বর্গ কিলোমিটার জুড়ে এই রাষ্ট্র। কলকাতার আয়তন প্রায় ২০৬ বর্গ কিলোমিটার। সেই নিরিখে কলকাতার ১০ ভাগের ১ ভাগ এই দ্বীপ রাষ্ট্র। নাউরুর ফসফেট খনি বিখ্যাত। ১৯৬০ থেকে এখানে ফসফেটের খনন শুরু হয়।

প্রশান্ত মহাসাগরের দক্ষিণে মাইক্রোনেশিয়ায় ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপ রাষ্ট্র। পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন দ্বীপ রাষ্ট্র নাউরু প্রজাতন্ত্র । ২১ বর্গ কিলোমিটার জুড়ে এই রাষ্ট্র। কলকাতার আয়তন প্রায় ২০৬ বর্গ কিলোমিটার। সেই নিরিখে কলকাতার ১০ ভাগের ১ ভাগ এই দ্বীপ রাষ্ট্র। নাউরুর ফসফেট খনি বিখ্যাত। ১৯৬০ থেকে এখানে ফসফেটের খনন শুরু হয়। এখনও তা অব্যহত। তাই ধীরে ধীরে শেষ হয়ে আসছে ফসফেটের যোগান।

২০২০র হিসাব অনুযায়ী নাউরুর জনসংখ্যা ১০,০০০ এর কিছু বেশি। নাউরুর অধিবাসীরা নাউরুয়ান নামে পরিচিত। এত কম জনসংখ্যা সত্ত্বেও এই দ্বীপের বাসিন্দারা অলিম্পিক গেমসে আংশগ্রহণ করেন। আজ থেকে ৩,০০০ বছর আগে পলিনেশিয়ান ও মাইক্রনেশিয়ানরা এখানে বসতি গড়েন। একসময়ে ১২টি উপজাতি শাসিত ছিল এই দ্বীপ। নাউরুতে প্রচুর নারকেল পাওয়া যায়। এই দ্বীপে পর্যটক কম যাওয়ায় প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় ও অক্ষুণ্ণ। ২০১১এ মাত্র ২০০ টুরিস্ট নাউরু যান। এখানকার মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার। এই দেশটি সম্বন্ধে খুবই কম খোঁজ রাখে বহির্বিশ্ব। নাউরুর নিজস্ব বিমানবন্দর আছে।