AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Commission: ২২ জেলার ২ হাজার ২০৮টি বুথে নেই কোনও মৃত ভোটার? প্রকাশ্যে তথ্য

Election Commission: ২২ জেলার ২ হাজার ২০৮টি বুথে নেই কোনও মৃত ভোটার? প্রকাশ্যে তথ্য

Shrabanti Saha

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Dec 01, 2025 | 7:55 PM

Share

কমিশন সূত্রে জানা গিয়েছে, এই বাইশ জেলার মধ্যে সবার প্রথমে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেই জেলার ৭৬০টি বুথে মেলেনি কোনও মৃত ভোটার। অর্থাৎ যাঁরা মারা গিয়েছেন তাঁদের কি নাম কাটানো হয়নি? উঠছে প্রশ্ন। এখানেই শেষ নয়, ফর্ম নেননি ফেরত এসেছে এমনও কেউ নেই এই বুথগুলিতে। 

নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে ২ হাজারের বেশি বুথে মেলেইনি মৃত ভোটার। এর মধ্যে রয়েছে ২২ জেলা। এই ২২ জেলার ২ হাজার ২০৮টি বুথে নেই কোনও মৃত ভোটার। রাজ্য এনুমারেশন ফর্ম যাচাইয়ের পরই উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। এই তথ্য থেকে উঠে আসছে একটাই প্রশ্ন, তবে কি ২০০২ সালের পর ২০২৫ অবধি ওইসব বুথে কেউ মারা যাননি? কমিশন সূত্রে জানা গিয়েছে, এই বাইশ জেলার মধ্যে সবার প্রথমে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেই জেলার ৭৬০টি বুথে মেলেনি কোনও মৃত ভোটার। অর্থাৎ যাঁরা মারা গিয়েছেন তাঁদের কি নাম কাটানো হয়নি? উঠছে প্রশ্ন। এখানেই শেষ নয়, ফর্ম নেননি ফেরত এসেছে এমনও কেউ নেই এই বুথগুলিতে।