Traffic Rules: বাইক বা স্কুটার চালানোর সময় হাওয়াই চটি পরবেন না

বাইক বা স্কুটার চালালে মানতে হবে একাধিক নিয়ম। দুর্ঘটনা কমাতে এসেছে কিছু নতুন নিয়ম। নিয়ম ভাঙ্গলেই কড়া ব্যবস্থা নেবে ট্রাফিক পুলিশ। হতে পারে জরিমানাও। হাওয়াই চটি পরে বাইক চালালে হতে পারে জরিমানা। বাইক বা স্কুটার চালানোর সময় ঢেকে রাখতে হবে আপনার পা।

Traffic Rules: বাইক বা স্কুটার চালানোর সময় হাওয়াই চটি পরবেন না
| Edited By: | Updated on: May 30, 2023 | 7:21 PM

বাইক বা স্কুটার চালালে মানতে হবে একাধিক নিয়ম। দুর্ঘটনা কমাতে এসেছে কিছু নতুন নিয়ম। নিয়ম ভাঙ্গলেই কড়া ব্যবস্থা নেবে ট্রাফিক পুলিশ। হতে পারে জরিমানাও। হাওয়াই চটি পরে বাইক চালালে হতে পারে জরিমানা। বাইক বা স্কুটার চালানোর সময় ঢেকে রাখতে হবে আপনার পা। পা ঢেকে রাখলে দুর্ঘটনাতে ক্ষতি হবে না আপনার পায়ের। হাওয়াই চটি পরলে জরিমানা ১০০০ টাকা হতে পারে। এমনকি আটক করতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্সটিও। এই অপরাধ করলে জরিমানা দিতে পারবেন পরিবহণ দফতরের ওয়েবসাইটে। অফলাইনেও জমা দিতে পারবেন জরিমানা ট্রাফিক পুলিশের কাছে। একাধিক জায়গাতে এই নিয়ম চালু করা হয়েছে। গিয়ার পরিবর্তন করার সময় হাওয়াই চটি পরলে অসবিধা হয়। বাইক বা স্কুটার চালানোর সময় হাওয়াই চটি পরবেন না। সঠিক জুতো পরে বাইক চালান।

Follow Us: