Income Tax: কর ছাড়াই থাকা যায় এই দেশে!
দেশের উন্নয়নের জন্য যে কাজগুলো করা হয়, তা করের টাকায় করা হয়। বেশ কয়েকটি দেশ আছে যেখানে জনগণকে কর দিতে হয় না। এই দেশগুলো অনেকটাই উন্নত।
সরকারের আয় অনেকটাই নির্ভর করে কর আদায়ের ওপর। চাকুরিজীবীদের কাছ থেকে কর কেটে নেয় সরকার। সরকার কর আদায় করে ২ ভাবে । দেশের উন্নয়নের জন্য যে কাজগুলো করা হয়, তা করের টাকায় কারা হয়। বেশ কয়েকটি দেশ আছে যেখানে জনগণকে কর দিতে হয় না। এই দেশগুলো অনেকটাই উন্নত। বাহামা দেশটির নাম অনেকেই শুনেছেন। পর্যটকরা এই দেশকে বেশ পছন্দ করেন। বাহামা দেশের নাগরিকদের দিতে হয় না আয়কর। এই দেশের সরকারকে দিতে হয় স্ট্যাম্প ডিউটি এবং ভ্যাট। তেল ও পর্যটনের জন্য সংযুক্ত আরব আমিরশাহী দেশটি বিখ্যাত। এই দেশের নাগরিকদের দিতে হয় না আয়কর। বাহারিন দেশটিকে কোনও আয়কর দিতে হয় না। পানামা দেশের নাগরিকদের কাছ থেকে নেওয়া হয় না আয়কর। ওমান দেশ নাগরিকদের কাছ থেকে কোন রকম আয়কর নেয় না।এই দেশে তেল শিল্প খুব শক্তিশালী।
Latest Videos