Canning News:  উকিল সেজে চুরি!

Canning News: উকিল সেজে চুরি!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 07, 2023 | 3:34 PM

বাসন্তীর বাসিন্দা রহিমা মল্লিক জীবন জীবিকার প্রয়োজনে ক্যানিংয়ের মিঠাখালি দাস পাড়ার ভাড়া বাড়িতে থাকতেন। তার স্বামী পরিযায়ী শ্রমিক হিসাবে গুজরাটের সুরাটে থাকেন।বাড়িতে কেউ না থাকায় তালা ভেঙে প্রায় মাস দুয়েক আগে নগদ ২৫ হাজার টাকা ও সোনা, রুপার গয়না চুরি যায়। চুরি যাওয়া টাকা ও গয়নার কোনো হদিস না মেলায় ক্যানিং থানার পুলিশকে জানালে পুলিশ রাতেই ওই ভাড়া বাড়িতে থেকে ভোলা মোল্লাকে গ্রেপ্তার করেছে। ধৃতকে সোমবার আলিপুর আদালতে পাঠাবে পুলিশ।

বাসন্তীর বাসিন্দা রহিমা মল্লিক জীবন জীবিকার প্রয়োজনে ক্যানিংয়ের মিঠাখালি দাস পাড়ার ভাড়া বাড়িতে থাকতেন। তার স্বামী পরিযায়ী শ্রমিক হিসাবে গুজরাটের সুরাটে থাকেন। তার ভাড়া বাড়িতে বোন ও ছেলে থাকতো। বাড়িতে কেউ না থাকায় তালা ভেঙে প্রায় মাস দুয়েক আগে নগদ ২৫ হাজার টাকা ও সোনা, রুপার গয়না চুরি যায়।ঘটনার পর থেকে ওই ভাড়া বাড়ির পাশের ঘরে অপর ভাড়াটিয়া ভোলা মোল্লার হদিস মেলে না। এলাকাবাসীর দাবি ভোলা নিজেকে উকিল পরিচয় দিয়ে থাকতো। এদিকে চুরির পর পরই ভোলা নিখোঁজ হওয়ায় রহিমা মল্লিকদের সন্দেহ হয় তার দিকে।রবিবার রাতে তারা খবর পান ভোলা ক্যানিং থানার তালদি পোল এলাকায় নতুন ভাড়া বাড়িতে থাকছে। সেখানে রহিমা মল্লিকরা চলে যায় এবং অভিযোগ সেই বাড়ি থেকেই নিজেদের চুরি যাওয়া ব্যাগটি দেখতে পায়।যদিও চুরি যাওয়া টাকা ও গয়নার কোনো হদিস না মেলায় ক্যানিং থানার পুলিশকে জানালে পুলিশ রাতেই ওই ভাড়া বাড়িতে থেকে ভোলা মোল্লাকে গ্রেপ্তার করেছে। ধৃতকে সোমবার আলিপুর আদালতে পাঠাবে পুলিশ।