SIR-BLO: বাড়ি বাড়ি যাওয়া নয়… বাস স্ট্যান্ডেই বসে পড়লেন বিএলও
SIR in Bengal: রাজ্য়ে এসআইআর শুরু হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ছবি সামনে আসছে। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও-রা। কিন্তু ক্লান্ত হয়ে বিএলও বসে পড়েছেন বাস স্ট্যান্ডে, এমন দৃশ্যও দেখা গেল এবার।
বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বিএলও-দের। সেই মতো মঙ্গলবার থেকেও কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু একদিনেই ক্লান্ত হয়ে পড়েছেন অনেকে। দুর্গাপুরে এক বিএলও-কে দেখা গেল, ফর্ম নিয়ে বাস স্ট্যান্ডেই বসে পড়েছেন তিনি।
প্রশ্ন করা হলে, তিনি জানালেন, ক্লান্ত হলে একটু তো বসতেই হবে। জলের বোতল নিয়ে তাই বসে পড়েছেন তিনি। লোকজনকে ফর্মও দিয়ে দিচ্ছেন সেখান থেকে। তাঁর সঙ্গে ওই জায়গায় বসে পড়েছেন তৃণমূলের বিএলএ-ও। বিএলও-র বক্তব্য, বাড়ি বাড়ি গিয়ে দেখা না মিললেও ওই জায়গায় বসলে সবাইকে দেখা যাচ্ছে।
Latest Videos
বন্দেমাতরম নিয়ে কী বললেন সুকান্ত?
SIR-এ দুই স্ত্রীকে হারানোর ভয়, গাছ থেকে উদ্ধার হল স্বামীর ঝুলন্ত দেহ
এনুমারেশন ফর্ম ফিলাপ বাধ্যতামূলক নয় প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর জন্য?
যেখান সেখান থেকে দেওয়া যাবে না এনুমারেশন ফর্ম, স্পষ্ট জানাল কমিশন

