Hair Donation: ক্যানসার রোগীদের জন্য চুলদান এই মেয়ের
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল যোগদা সৎসঙ্গ বিদ্যাপীঠ-এর দ্বাদশ শ্রেণির ছাত্রী স্নেহা মন্ডল, এক অসাধারণ মানবিক উদাহরণ সৃষ্টি করল। স্থানীয় সংবাদমাধ্যমের চুল দানের খবর দেখে অনুপ্রাণিত হয়ে স্নেহা নিজের চুল বাড়তে দেয় দীর্ঘদিন, এরপর সে সিদ্ধান্ত নেয় তার চুল দান করবে ক্যানসার রোগীদের পরচুলা তৈরির জন্য। সম্প্রতি সে ঘাটাল রেড ক্রস সোসাইটিতে গিয়ে নিজের এক ফুটের […]
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল যোগদা সৎসঙ্গ বিদ্যাপীঠ-এর দ্বাদশ শ্রেণির ছাত্রী স্নেহা মন্ডল, এক অসাধারণ মানবিক উদাহরণ সৃষ্টি করল। স্থানীয় সংবাদমাধ্যমের চুল দানের খবর দেখে অনুপ্রাণিত হয়ে স্নেহা নিজের চুল বাড়তে দেয় দীর্ঘদিন, এরপর সে সিদ্ধান্ত নেয় তার চুল দান করবে ক্যানসার রোগীদের পরচুলা তৈরির জন্য।
সম্প্রতি সে ঘাটাল রেড ক্রস সোসাইটিতে গিয়ে নিজের এক ফুটের বেশি চুল দান করেছে। সমাজে এই ধরনের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়। স্নেহার এই উদ্যোগ প্রমাণ করে, শুধু বড় বড় কাজ নয়, ছোট্ট একটি সদিচ্ছাও অনেক বড় প্রভাব ফেলতে পারে।আপনিও কি ইচ্ছুক এই মহৎ কাজের অংশ হতে? যদি আপনার এক ফুটের বেশি লম্বা চুল থাকে, তাহলে যে কোনো দিন চলে আসতে পারেন ঘাটাল রেড ক্রস সোসাইটিতে, আপনার একটুখানি উদ্যোগ কারো মুখে হাসি এনে দিতে পারে। কী বার্তা দিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস? দেখুন ভিডিয়ো