Longest Highway: বিশ্বের দীর্ঘতম সড়ক
এন এইচ ৪৪ সড়ক পথটি ভারতের দীর্ঘতম রাস্তা। এই রাস্তাটি ৩৭,৪৫৪ কিলোমিটার পর্যন্ত আছে। এই রাস্তাটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত আছে। পৃথিবীতে একটি হাইওয়ে আছে যার ১৪ টি দেশের মধ্যে দিয়ে গেছে। সেই হাইওয়েটি পরিচিত প্যান আমেরিকান হাইওয়ে নামে
দেশের উন্নতির জন্য প্রয়োজন উন্নত মানের সড়কপথ। ভারতও চেষ্টা করছে সড়কপথ উন্নত করার জন্য। তৈরি হয়েছে অনেক রাস্তা। এন এইচ ৪৪ সড়ক পথটি ভারতের দীর্ঘতম রাস্তা। এই রাস্তাটি ৩৭,৪৫৪ কিলোমিটার পর্যন্ত আছে। এই রাস্তাটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত আছে। পৃথিবীতে একটি হাইওয়ে আছে যার ১৪ টি দেশের মধ্যে দিয়ে গেছে। সেই হাইওয়েটি পরিচিত প্যান আমেরিকান হাইওয়ে নামে। এই হাইওয়েটি পৃথিবীর দীর্ঘতম রাস্তা। এই রাস্তাটি তৈরি করতে সাহায্য করেছে ১৪ টি দেশ। মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র,আর্জেন্টিনা থেকে শুরু করে কোস্টারিকা পেরু রয়েছে সেই দেশগুলির মধ্যে। এই রাস্তাতে কোন বাঁক নেই। এখনও বেশ কিছুটা রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি। এই রাস্তার ১১০ কিলোমিটার পথ অপরাধপ্রবণ। বিভিন্ন বেআইনি কাজ এখানে হয়ে থাকে। এত দীর্ঘ রাস্তা অতিক্রম করতে অনেকদিন সময় লাগে। এক ব্যক্তি ১১৭ দিনে এই পথ শেষ করে রেকর্ড করেছেন। যাঁরা বেড়াতে ভালোবাসেন তাঁদের এই সড়ক পথ খুব ভালো লাগবে। এই সড়কপথ বেশ রোমাঞ্চকর।

