Hell Pizza: এই পিৎজা খেলেও লাগবে না টাকা!
Pizza: পিৎজা খেতে কে না ভালোবাসে। কিন্তু পিৎজা খাওয়ার জন্য খরচ করতে হবে না একটি টাকাও। অবাক লাগলেও কথাটা সত্যি। তবে জীবিতকালে আপনাকে দিতে হবে একটি টাকাও।
পিৎজা খেতে কে না ভালোবাসে। কিন্তু পিৎজা খাওয়ার জন্য খরচ করতে হবে না একটি টাকাও। অবাক লাগলেও কথাটা সত্যি। তবে জীবিতকালে আপনাকে দিতে হবে একটি টাকাও। আপনাকে বিল দিতে হবে মৃত্যুর পরে। নিউজিল্যান্ডে এই অফারটি পাওয়া যাচ্ছে। ‘হেল পিৎজা’ নামে পিৎজার আউটলেটে এমন অফারটি পাবেন। ৬৬৬ টি গ্রাহককে বাছা হবে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকে। তাঁরা জীবনকালে যত খুশি পিৎজা খেতে পারবেন। দিতে হবে না কোনও টাকা জীবিতকালে। মৃত্যুর পরে তাঁদের দিতে হবে সেই বিল। এই বিল মেটানোর জন্য অতিরিক্ত কোন টাকা দিতে হবে না। আপনাকে একটি চুক্তিপত্রে সই করতে হবে। সেই চুক্তিপত্র লেখা থাকবে আপনার মৃত্যুর পর সেই টাকা মেটাতে হবে। আবেদন করতে হেল পিৎজার ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকেই অনুমতি পাওয়া যাবে।

ভারতের শেয়ার বাজারের এখন কী অবস্থা, আরও কি পড়বে বাজার?

গতকালের বিরাট খবরের ধাক্কায় একটুও বাড়ল না এয়ারটেল, বাড়ল ইন্ডাসইন্ড

পড়েছে টেসলা, পড়ল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, কী আভাস দিচ্ছে বাজার?

বিনিয়োগের সময় হতে হবে রাহুল দ্রাবিড়, পিচে পড়ে থাকতে হবে মাটি কামড়ে!
