ভিডিয়োটি দক্ষিণ ভারতের ম্যাঙ্গালুরুর। বাজারে এমনই এক স্কুটার বেরিয়েছে, যাতে তরতর করে গাছের মগডালে ওঠা যায় । লম্বা নারকেল গাছ থেকে নারকেল পাড়তে অসুবিধে হয় উঁচু নারকেল গাছে ওঠাও যথেষ্ট ঝুঁকিপূর্ণও। একটি ভাইরাল ভিডিয়োয় দেখা গেল সাইকেলের মতোই একটি যন্ত্র গাছের সঙ্গে লাগানো। চালক একটা সুইচ প্রেস করে গাছের উপরের দিকে তরতর করে উঠে যাচ্ছেন সেই যন্ত্রে চেপে । এই স্কুটার ২৭৫ ফুট বা ৮৪ মিটার লম্বা গাছে মাত্র ৩০ সেকেন্ডেই ওঠে । স্কুটারটি চালানো যায় সোজা দাঁড়িয়ে রয়েছে এমন কোনও গাছে বা অল্প বাঁকা গাছেও। এছাড়াও এর সাহায্যে দ্রুত পোলেও ওঠা যেতে পারে। ভিডিয়োটি ভাইরাল হয়েছে, অল্প সময়ের মধ্যেই তার ভিউ ৭৪০ হাজার। অভিনব স্কুটারটি আবিষ্কার করেছেন গণপতি ভাট নামক এক কৃষক। তাঁরও প্রশংসা করেছেন নেটিজেনরা। এটি বর্তমানে সুপারি পাড়ার কাজে লাগছে। নারকেল পাড়ার জন্য রয়েছে অন্য ধরনের স্কুটার। এর সম্বন্ধে নেটিজেনরা বলছেন এই যন্ত্র দুর্ঘটনার ঝুঁকি থেকেও মানুষকে মুক্তি দেবে। ভারতীয়দের আরও বেশি করে নারকেল গাছ বসাতে অনুপ্রাণিত করবে এই স্কুটার । কেউ বলছেন আবারও প্রমাণিত হল, ভারত আইডিয়ার দেশ ।