Kids Racing Bike: রেসিং এবার ‘ছেলেখেলা’
রেসিং এবার 'ছেলেখেলা'। সারা দুনিয়ায় অতি জনপ্রিয় খেলা মোটরস্পোর্টস। ছোট থেকে মোটরস্পোর্টে আগ্রহ গড়তে এবার লঞ্চ হল কিড রেসিং বাইক। কিডস অ্যাটম জিপি ওয়ান।
রেসিং এবার ‘ছেলেখেলা’। সারা দুনিয়ায় অতি জনপ্রিয় খেলা মোটরস্পোর্টস। ছোট থেকে মোটরস্পোর্টে আগ্রহ গড়তে এবার লঞ্চ হল কিড রেসিং বাইক। কিডস অ্যাটম জিপি ওয়ান।
এই বাইক তৈরি করেছে কোয়েম্বাটুরের সিআরএ মোটরস্পোর্টস। এই বাইক চালাবে ১০ থেকে ১৭ বছর বয়সীরা। এতে আছে ১৫৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার টু ভালভ ইঞ্জিন। ইঞ্জিন ১৫ এইচপি ও ১৩.৮৫ এনএম টর্ক তৈরি করে। আছে ফাইভ স্পিড গিয়ারবক্স। আছে আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক ও রিয়ার মনোশক। ১২ ইঞ্চির অ্যালয় হুইলে আছে ডিস্ক ব্রেক। দাম ২.৭৫ লাখ টাকা। তবে রাস্তায় নয় শুধু রেসিং ট্র্যাকে চালান যাবে এই বাইক। প্রতি বছর ২৫০টি বাইক তৈরি করবে সিআরএ মোটরস্পোর্টস। কিছুদিন পর বুদ্ধ ইন্টারন্যাশানাল সার্কিটে আয়োজিত হবে মোটো জিপি। তার আগে এই বাইক ছোটদের উৎসাহ দেবে ।
Latest Videos