Bhatar Theft: দরজা ভেঙে, সিসিটিভি খুলে চুরি!

Bhatar Theft: দরজা ভেঙে, সিসিটিভি খুলে চুরি!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 20, 2023 | 7:29 PM

মন্দিরের পর এবার সোনার দোকানে চুরি পূর্ব বর্ধমানের ভাতারে। শাটার ভেঙ্গে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ভাতারের দেবপুর বাজারে ।খবর পেয়ে ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ।

মন্দিরের পর এবার সোনার দোকানে চুরি পূর্ব বর্ধমানের ভাতাড়ে।শাটার ভেঙ্গে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ভাতাড়ের দেবপুর বাজারে ।খবর পেয়ে ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ভাতারের দেবপুর বাজারে প্রায় দেড়’শো টি দোকান রয়েছে। ভাতার থানার উদ্যোগে দেবপুর বাজারে সিসিটিভি ক্যামেরাও বসানো হয়েছে ।তবে বাজার কমিটি না থাকায় বাজারে কোন নিরাপত্তার ব্যবস্থা ছিল না। রবিবার রাতে সিভিক ভলেন্টিয়াররা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। রাতে দেবপুর কামারপাড়া রোডের দেবপুর বাজার সংলগ্ন উত্তম কর্মকারের সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা দোকানের শাটার, কোলাপসিপেল ভেঙ্গে দোকানে ঢোকে ।

দোকানে থাকা সিসিটিভির হার্ডডিক্স খুলে ফেলা হয় ।দোকান মালিক উত্তম কর্মকার জানান ,সোমবার সকালে তিনি খবর পান তাঁর সোনার দোকানে শাটার ভাঙ্গা । দোকানে এসে তিনি দেখেন দুষ্কৃতীরা শাটার ভেঙ্গে লকার থেকে প্রায় পাঁচ কেজি রূপোর গহনা এবং চার ভরি সোনার গহনা মিলিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী লুট করেছে । দোকান মালিকের আরও অভিযোগ, এর আগেও তাঁর দোকানে চুরি হয়েছে। বারবার চুরির ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। ঘটনা জেরে গুসকরা বলগোনা রোডের দেবপুর বাজারে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন ব্যবসায়ীরা। পুলিশ ও স্থানীয় বিধায়কের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলেন স্থানীয়রা। উপযুক্ত তদন্তের দাবি জানাচ্ছেন তারা ।

দোকান মালিক উত্তম কর্মকার এই নিয়ে ভাতার থানায় লিখিত অভিযোগ জানাবেন।এছাড়াও বাজারের স্থানীয়রা মিলে একটি কমিটি গড়ে আজ রাত থেকেই নিরাপত্তার ব্যাপারে সাহায্য করবেন বলে জানিয়েছেন শেখ নুরুল হুদা মন্টু। ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ।