Skin Cancer: ৪০ টাকার সাবানে ত্বক ক্যানসার গায়েব

Health Tips News: ত্বকের ক্যানসারে বহু মানুষ প্রতি বছর মারা যান। সারা দুনিয়ায় এই মারণ কর্কট রোগ মানুষের প্রাণহানির কারণ। এবার ত্বক ক্যানসার থেকে মুক্তির উপায় বার করল এক মার্কিন কিশোর।

Skin Cancer: ৪০ টাকার সাবানে ত্বক ক্যানসার গায়েব
| Edited By: | Updated on: Nov 11, 2023 | 2:27 PM

২০২০তে সারা দুনিয়ায় ১৫ লক্ষ মানুষ ত্বকের ক্যানসারে আক্রান্ত হন। ত্বকের ক্যানসারে বহু মানুষ প্রতি বছর মারা যান। সারা দুনিয়ায় এই মারণ কর্কট রোগ মানুষের প্রাণহানির কারণ। এবার ত্বক ক্যানসার থেকে মুক্তির উপায় বার করল এক মার্কিন কিশোর। সে আবিষ্কার করল এক সাবান যাতে উধাও হচ্ছে ত্বকের ক্যানসার। সাবান তৈরির খরচ মাত্র ৪০ টাকা। ভার্জিনিয়ার আন্নানডালের ১৪ বছরের কিশোর হেম্যান বেকলে। তার এই আবিষ্কার সাড়া ফেলে দিয়েছে মার্কিন মুলুকে। দেশের শীর্ষ তরুণ বিজ্ঞানীদের তালিকায় নাম লিখিয়েছে হেম্যান। যুগান্তকারী এই আবিষ্কারের জন্য ৩এম সংস্থা হেম্যানকে দিয়েছে বিশেষ স্বীকৃতি। হেম্যান বেকলেকে এই আবিষ্কারে সহায়তা করেন ৩মএর এক মেন্টর। হেম্যানের মেন্টর ছিলেন ডঃ মাফুজা আলি। সারাদেশ জুড়ে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে তার আবিষ্কৃত সাবান বিলি করছে হেম্যান।

Follow Us: