Dengue Vaccine: এই পদক্ষেপে বশে আসবে ডেঙ্গি!

Dengue: ডেঙ্গির জন্য অনেক মানুষ মারা যাচ্ছে কয়েক বছর ধরে। ২০২২ সালে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ভারতে ১,১০,৪৭৩ জন। মৃত্যু হয়েছিল ৮৬ জনের। ডেঙ্গির জন্য টিকা তৈরি করছে প্যানাসিয়া বায়োটেক।

Dengue Vaccine: এই পদক্ষেপে বশে আসবে ডেঙ্গি!
| Updated on: May 21, 2023 | 6:42 PM

ডেঙ্গির জন্য অনেক মানুষ মারা যাচ্ছে কয়েক বছর ধরে। ২০২২ সালে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ভারতে ১,১০,৪৭৩ জন। মৃত্যু হয়েছিল ৮৬ জনের। ডেঙ্গির জন্য টিকা তৈরি করছে প্যানাসিয়া বায়োটেক। কিছু দিনের মধ্যে ডেঙ্গি ভ্যাকসিনের ফেজ-৩ ট্রায়াল করা হবে। ফেজ-৩ ট্রায়ালে কিছু জনকে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। প্ল্যাসিবো দেওয়া হবে বাকি মানুষদের। কিন্তু কেউ জানতে পারবে না কে কোন ভ্যাকসিন নিয়েছে। ট্রায়ালের মাধ্যমে ডেঙ্গি জ্বর প্রতিরোধ করা হবে। ট্রায়াল করা হয়েছে ফেজ-১ এবং ফেজ-২ ভ্যাকসিনটি। সুস্থ প্রাপ্তবয়স্কদের এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাঁরা বেশ কিছু ইমিউনোজেনিসিটির ফলাফল পেয়েছেন। ১০,৩৩৫ জন সুস্থ প্রাপ্তবয়স্কদের এই ট্রায়াল করা হবে। তাঁদের বয়স হতে হবে ১৮ থেকে ৮০ বছর। ২০ টি স্থানে এই ট্রায়াল করা হবে। ট্রায়াল প্রক্রিয়া শুরু হয়েছে ফেজ-৩ ডেঙ্গি ভ্যাকসিনটির। কিন্তু বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা বাকি আছে। এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে অগস্ট থেকে। ডেঙ্গি আক্রান্ত মানুষের হালকা জ্বর থেকে শুরু করে গায়ে ব্যথা হয়। ডেঙ্গির কারণে অনেক মানুষের মৃত্যু হয়।

Follow Us: