Namkhana News: বাঘের আতঙ্কে নামখানা!
বাঘের আতঙ্কে ত্রস্থ দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের নামখানা ব্লকের নাদাভাঙা গ্রামের বাসিন্দারা। গতকাল সন্ধ্যায় বাঘের আকৃতির এক অজানা জন্তুকে দেখার পর থেকে আতঙ্ক গ্রাস করেছে পুরো গ্রামকে। মিলেছে পায়ের ছাপ ও শোনা গিয়েছে গর্জন।
বাঘের আতঙ্কে ত্রস্থ দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের নামখানা ব্লকের নাদাভাঙা গ্রামের বাসিন্দারা। গতকাল সন্ধ্যায় বাঘের আকৃতির এক অজানা জন্তুকে দেখার পর থেকে আতঙ্ক গ্রাস করেছে পুরো গ্রামকে। মিলেছে পায়ের ছাপ ও শোনা গিয়েছে গর্জন। বাঘের আতঙ্কে গতকাল রাত থেকে গ্রামের পুরুষ, মহিলা লাঠিসোঁটা নিয়ে রাত পাহারা দিয়েছেন। খবর দেওয়া হয় বনদপ্তরের নামখানা বিট অফিসে। খবর পেয়ে রাতে গ্রামে বিট অফিসার সহ বনদপ্তরের কর্মীরা আসেন। গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে হাতানিয়া-দোয়ানিয়া নদী। অদূরে আছে বড় জঙ্গল। সুন্দরবনের এই এলাকায় বাঘের অস্তিত্ব না থাকলেও গ্রামবাসীরা ভয়ে কাঁটা। বিট অফিসার নিখিলরঞ্জন ভুঁইয়া জানিয়েছেন, অতীতে সুন্দরবনের এই এলাকায় বাঘের দেখা মেলেনি। বড় বাঘরোল হতে পারে। আমরা নজর রাখছি।
Latest Videos