Skin Care Tips: এই ম্যাজিকে ছোপ উধাও

মুখে দাগ ছোপ অনেকের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। সামাজিক জায়গায় যেতে কুণ্ঠা বোধ করেন তাঁরা। অথচ আছে ঘরোয়া কিছু উপশম যাতে নিমেষেই উধাও হয় এই দাগ। তবে এগুলো ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। মুখের দাগ ছোপ মলিন করতে কালো জিরের গুন অনবদ্য।

Skin Care Tips: এই ম্যাজিকে ছোপ উধাও
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 6:01 PM

মুখে দাগ ছোপ অনেকের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। সামাজিক জায়গায় যেতে কুণ্ঠা বোধ করেন তাঁরা। অথচ আছে ঘরোয়া কিছু উপশম যাতে নিমেষেই উধাও হয় এই দাগ। তবে এগুলো ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। মুখের দাগ ছোপ মলিন করতে কালো জিরের গুন অনবদ্য। কালো জিরের অ্যান্টিব্যাকটেরিয়াল গুন ত্বকের সংক্রমণ রোখে। কালো জিরের অ্যান্টিভাইরাল ও অ্যান্টিইনফ্লেমেটরি গুন ত্বকের দাগ ছোপ কমায়। ত্বকের দাগ কমায় গোলাপের তেল বা রোজ অয়েল। ত্বকের মান ভাল রাখে রোজ অয়েল। গোলাপের পাপড়ি থেকে তৈরি হয় এই তেল। ঘৃতকুমারী বা অ্যালোভেরা ত্বকের প্রদাহ কমায়। ত্বকের মেলানিন মাত্রা ঠিক রাখা, ক্ষত সারায় অ্যালোভেরা। ত্বকের আর্দ্রতা ধরে রাখে অ্যালোভেরা। নিয়মিত ব্যবহারে দাগ ছোপ কমায় অ্যালোভেরা। ত্বকের লালচে ভাব কমায় পেঁয়াজের রস। পেঁয়াজ মুখের দাগ ছোপ কমাতেও কাজ দেয়। হলুদে আছে কারকিউমিন অ্যান্টিঅক্সিডেন্ট। এতে দাগ দূর হয়। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুন ও অ্যান্টিইনফ্লেমেটরি গুন দাগ ছোপ দূর করতে কার্যকরী। কাঁচা হলুদ বাটা ও গোলাপজলের প্যাক মুখে লাগালে কাজ দেয়। প্রাকৃতিক এসব উপাদান বাদেও ব্যবহার করতে পারেন কেমিক্যাল পিল। মরা কোষ ও টিস্যু তুলে মুখের জেল্লা বাড়ায় এসব পিলিং। ত্বকের ক্ষত সারাতে ও দাগ ছোপ উধাও করতে পারে লেজার থেরাপি।

Follow Us: