Tipu Sultan’s sword: বিজয় মালিয়ার দখলে টিপু সুলতানের তরোয়াল!
টিপু সুলতানের তরোয়ালের কথা অনেকেই শুনেছেন। সেই তরোয়াল নিলাম করা হল লন্ডনে। নিলাম পরিচালনার কাজ করবেন ‘বনহ্যামস’সংস্থা। এই তরোয়াল একটা সময় বিজয় মালিয়ার কাছে যিনি মদ ব্যবসায়ী ছিলেন।
টিপু সুলতানের তরোয়ালের কথা অনেকেই শুনেছেন। সেই তরোয়াল নিলাম করা হল লন্ডনে। নিলাম পরিচালনার কাজ করবেন ‘বনহ্যামস’সংস্থা। এই তরোয়াল একটা সময় বিজয় মালিয়ার কাছে যিনি মদ ব্যবসায়ী ছিলেন। এক গবেষকের কথায়, বিজয় মালিয়া কিনেছিলেন ২০০৪ সালে। ১.৫ কোটি টাকায় তিনি কিনেছিলেন এই তরোয়ালটি। এই তরোয়ালটি নিলাম করা হয়েছে ১৪৫ কোটি টাকায়।‘বনহ্যামস’সংস্থা এই তরোয়ালটির বেপারে কিছু বলতে চাইনি। এই তলোয়ারটিতে শমশির-ই-মালিক নাম খোদাই করা আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই তলোয়ারটি লুট করে ছিল সুলতানের কাছ থেকে। সেই তলোয়ারটি উপহার দেওয়া হয় মেজর জেনারেল বার্ডকে। তলোয়ারটি হাতলে লেখা আছে ইয়া আল্লাহ!। এই তলোয়ারটি অনেক বার হাত বদল হয়ে বিজয় মালিয়ার কাছে এসেছিল।

গতকালের বিরাট খবরের ধাক্কায় একটুও বাড়ল না এয়ারটেল, বাড়ল ইন্ডাসইন্ড

পড়েছে টেসলা, পড়ল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, কী আভাস দিচ্ছে বাজার?

বিনিয়োগের সময় হতে হবে রাহুল দ্রাবিড়, পিচে পড়ে থাকতে হবে মাটি কামড়ে!

বুলেট ট্রেন আসার আগেই বুলেট গতি রেলের শেয়ারে, ছিল নাকি আপনার?
