Khanakul Agitation: রণক্ষেত্র খানাকুল

Khanakul Agitation: রণক্ষেত্র খানাকুল

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 11, 2023 | 6:35 PM

বোর্ড গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল খানাকুল ১ নং গ্রাম পঞ্চায়েত চত্বর। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। উভয় পক্ষই ব্যাপক বোমাবাজি করে।ইঁট বৃষ্টি হতে থাকে।এলাকায় হাজির হয় প্রচুর পরিমানে পুলিশ ও র‍্যাফ।পরিস্থিতি সামাল দিতেই পারেনি পুলিশ।

বোর্ড গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল খানাকুল ১ নং গ্রাম পঞ্চায়েত চত্বর। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। উভয় পক্ষই ব্যাপক বোমাবাজি করে।ইঁট বৃষ্টি হতে থাকে।এলাকায় হাজির হয় প্রচুর পরিমানে পুলিশ ও র‍্যাফ।পরিস্থিতি সামাল দিতেই পারেনি পুলিশ। এতে আরোও ভয়ংকর চেহারা নেয় এলাকা।জানাগেছে, এদিন এই পঞ্চায়েতেও বোর্ড গঠন ছিল।পঞ্চায়েত নির্বাচনে ১৮ টি আসনের মধ্যে তৃণমূল ও বিজেপি উভয় দলই ৯ টি করে আসন পায়। এতে ঝুলে থাকে বোর্ড গঠন। কিন্তু সুকৌশলে তৃণমূলই বোর্ড গঠন করে নেওয়ার পরেই শুরু হয়ে যায় সংঘর্ষ। বোমাবাজি ও ইঁট বৃষ্টি।ভাংচুর করা হয় সরকারি অফিসের গাড়িও।এলাকা শান্ত করতে গোটা এলাকা পুলিশ দখল করে। এলাকায় উত্তেজন আছে চলছে পুলিশে টহল।

Published on: Aug 11, 2023 06:30 PM