AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram, TMC BJP Clash: এক জায়গায় ২ জাতীয় পতাকা !

Nandigram, TMC BJP Clash: এক জায়গায় ২ জাতীয় পতাকা !

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 15, 2023 | 9:16 PM

Share

স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা তোলাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি লড়াই নন্দীগ্রামে। প্রসঙ্গত নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানের সংরক্ষিত আসনের জন্য তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেলেও,বিজেপি মনোনীত জয়ী প্রার্থী প্রধান এবং তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী উপপ্রধান।

ঘটনার সূত্রপাত এদিন সকালে। যখন জাতীয় পতাকা তোলা হয় তখন গ্রাম পঞ্চায়েতের প্রধানের অনুপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের বাকি জয়ী সদস্যরা জাতীয় পতাকা উত্তোলন করেন। তাই নিয়েই উভয় পক্ষের মধ্যে বাদানুবাদ বাঁধে। পরে বিজেপির প্রধান হওয়ার তিনি ও পতাকা উত্তলন করেন। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাদের পঞ্চায়েতের জয়ী সদস্য গ্রাম পঞ্চায়েতের প্রধানকে তৃণমূল কংগ্রেস মারধর করেছে। পাল্টা বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তৃণমূল সদস্য দের মারধর করার অভিযোগ। যদিও। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্পূর্ণ ঘটনা অস্বীকার করা হয়েছে। উল্টে জাতীয় পতাকা অবমাননার দায় বিজেপির ঘাড়ে ফেলেছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। কালিচরনপুর গ্রাম পঞ্চায়েতের চিত্র এখন দুইটি জাতীয় পতাকা উড়ছে দুই পক্ষের।

অপরদিকে নন্দীগ্রামের ভেকুটিয়া,২৭, ভিমকাটা বুথে পতাকা উত্তোলন করতে বাধা দেয় তৃনমূল বলে অভিযোগ। খবর পেয়ে নন্দীগ্রাম থানার।পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও পতাকা উত্তোলন করেন। এই ঘটনার বিজেপি কর্মীদের মারধর করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বলে জানা যাচ্ছে। যা নিয়ে স্বাধীনতা দিবসের দিনেও রাজনীতিতে উত্তপ্ত থাকল নন্দীগ্রাম। শেষ পাওয়া খবরে দুই পক্ষই নন্দীগ্রাম থানায় লিখিতভাবে অভিযোগ করেছে।

Published on: Aug 15, 2023 07:51 PM