SIR: বেছে বেছে তৃণমূল কর্মীদেরই নাম বাদ SIR-এ?
SIR: ভিআইপি বাজারের বাসিন্দা তৃণমূল কর্মী সুদেব পালের দাবি, ২০০২ সালের লিস্টে তাঁর নাম আছে। ২০২৪-এ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনের খসড়া তালিকাতেও নাম আছে, কিন্তু বিএলও যে লিস্ট নিয়ে এসেছিলেন, তাতে তাঁর নাম নেই।
এসআইআরে বেছে বেছে তৃণমূল কর্মীদের বাদ দেওয়া হচ্ছে? বিস্ফোরক অভিযোগ তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের। ভিআইপি বাজারের বাসিন্দা তৃণমূল কর্মী সুদেব পালের দাবি, ২০০২ সালের লিস্টে তাঁর নাম আছে। ২০২৪-এ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনের খসড়া তালিকাতেও নাম আছে, কিন্তু বিএলও যে লিস্ট নিয়ে এসেছিলেন, তাতে তাঁর নাম নেই। ১৯৮৫ সাল থেকে যে ব্যক্তি ভোট দিচ্ছেন, তার নাম কেন বাদ দেওয়া হল? কেন তাঁকে এনুমারেশন ফর্ম দেওয়া হবে না। সুশান্ত ঘোষ বলেন, “আমরা বলছিলাম যে বেছে বেছে তৃণমূল কর্মীদেরই নাম বাদ দেওয়া হচ্ছে।”
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
