Kunal Ghosh: ক্ষুব্ধ কুণাল, প্রশ্ন তুললেন, ‘এত হ্যাংলামি কেন?’
আয়োজকের বিরুদ্ধে মুখ খুললেন তিনি। শুধুই টাকা আর ব্যবসা? প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। প্রশ্ন তুললেন, “কেন মেসিকে ঘিরে থাকল হ্যাংলামির ভিড়? কেন স্টেডিয়াম পরিক্রমার সময় মেসিকে একা এগিয়ে রাখা হল না? কেন গ্যালারির দর্শকদের বঞ্চিত করা হল?”
হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখা হল না ভক্তদের। ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা। মাঠে নেমে রীতিমতো ভাঙচুর চালাতে শুরু করেছেন তাঁরা। এই পরিস্থিতিতে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আয়োজকের বিরুদ্ধে মুখ খুললেন তিনি। শুধুই টাকা আর ব্যবসা? প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। প্রশ্ন তুললেন, “কেন মেসিকে ঘিরে থাকল হ্যাংলামির ভিড়? কেন স্টেডিয়াম পরিক্রমার সময় মেসিকে একা এগিয়ে রাখা হল না? কেন গ্যালারির দর্শকদের বঞ্চিত করা হল?”
Latest Videos

