AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাছ ভাজা থেকে মাংস-এলাহি মেনু, চলছে উদ্দাম নাচ! মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এভাবে অমান্য করছে নেতারা?

মাছ ভাজা থেকে মাংস-এলাহি মেনু, চলছে উদ্দাম নাচ! মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এভাবে অমান্য করছে নেতারা?

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Jan 05, 2026 | 2:33 PM

Share

Mamata Banerjee: পিকনিকের দিন সকাল থেকে চলছে রান্নাবান্না। সঙ্গে গানের তালে তালে নাচ। এখানেই প্রশ্ন উঠছে দলের নেত্রীর নির্দেশ দেওয়া সত্ত্বেও দলের শিক্ষক সংগঠন কি ভাবে এই বনভোজনের আয়োজন করে? সেদিন নেতাজি ইনডোরে উপস্থিত জেলার নেতারা কি বুঝতে পারেননি নেত্রীর বক্তব্য? 

ভোটের বছরে পিকনিক করতে বারণ করেছেন তৃণমূল নেত্রী, সেই নির্দেশকেই উপেক্ষা! দলনেত্রীর নির্দেশ উপেক্ষা করেই পিকনিক তৃণমূলের শিক্ষক নেতাদের। বনভোজনে মাতলেন পুরুলিয়ার তৃণমূল মাধ্যমিক সমিতির শিক্ষক নেতারা। গত ২২শে ডিসেম্বর নেতাজি ইনডোরে সভা থেকে দলনেত্রীর পরিষ্কার নির্দেশ দিয়ে ছিলেন যে এই বছরে দলের কোনও স্তরের নেতারা যেন পিকনিকে সামিল না হন। এখন পিকনিক বন্ধ। ভোটের পরে পিকনিক হবে। কার্যত সেই নির্দেশকে অমান্য করেই পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। নিজেদের হোয়াটস্যাপ গ্রুপে বনভোজন নিয়ে রীতিমতো লেখালেখি শুরু হয় বেশ কয়েকদিন আগে থেকেই। সেই গ্রুপে পিকনিক সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বলা হয়েছে, ১টি বাস সকাল ৮টায় বাস ছাড়বে জেলা স্কুল মোড় থেকে। ওপর একটি বাস রামচন্দ্রপুর সুভাষ মোড় থেকে ছাড়বে। সকাল ১০-১১টা প্রযন্ত চা ও টিফিনের ব্যবস্থা থাকবে। দুপুরের লাঞ্চ সময় ১. ৩০ মিনিটে। সেই মতো পিকনিকের দিন সকাল থেকে চলছে রান্নাবান্না। সঙ্গে গানের তালে তালে নাচ। এখানেই প্রশ্ন উঠছে দলের নেত্রীর নির্দেশ দেওয়া সত্ত্বেও দলের শিক্ষক সংগঠন কি ভাবে এই বনভোজনের আয়োজন করে? সেদিন নেতাজি ইনডোরে উপস্থিত জেলার নেতারা কি বুঝতে পারেননি নেত্রীর বক্তব্য?