Mitali Bag: ‘রামমোহন রায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল চলবে’, তৃণমূলের মিতালি স্লোগান ভাইরাল করল BJP
যা নিয়ে উভয়ের মধ্যে তুমুল তরজা শুরু হয়েছে। যদিও মিতালি বাগ ফোনে বলেন,"সবাই জানে আমরা ওদের মন্ত্রীর কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ। আর সেখানেই আমরা আন্দোলন করছি। বিজেপির কাজ নেই বলে এসব করে বেড়াচ্ছে।"
‘রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল চলছে চলবে।’ এরকম স্লোগান দিচ্ছেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। আর সেই বার্তাটি কাট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। যা নিয়ে উভয়ের মধ্যে তুমুল তরজা শুরু হয়েছে। যদিও মিতালি বাগ ফোনে বলেন,”সবাই জানে আমরা ওদের মন্ত্রীর কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ। আর সেখানেই আমরা আন্দোলন করছি। বিজেপির কাজ নেই বলে এসব করে বেড়াচ্ছে।” উল্লেখ্য ,শনিবার আরামবাগের মায়াপুর থেকে খানাকুলের রাধানগরে রামমোহন মেমোরিয়াল পর্যন্ত একটি বাইক মিছিলের আয়োজন করে তৃণমূলের শিক্ষক সংগঠন।
Latest Videos