AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalyan Banerjee: কল্য়াণের দাবি মতো রাজভবনে সত্যিই কি গোলা-বারুদ রাখা?

Kalyan Banerjee: কল্য়াণের দাবি মতো রাজভবনে সত্যিই কি গোলা-বারুদ রাখা?

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Nov 16, 2025 | 1:53 PM

Share

TMC-Raj Bhavan: রাজভবন বিবৃতি জারি করে জানিয়েছে, আজ (১৬ নভেম্বর) ১০০ জন সাংসদ, নাগরিক প্রতিনিধি ও সাংবাদিকদের জন্য রাজভবন খুলে দেওয়া হবে। তারা দেখুক যে রাজভবনে অস্ত্র বা গোলাবারুদ রাখা হয়েছে কি না। কল্যাণের দাবি ভুয়ো প্রমাণিত হলে তাঁকে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।

আগামী বছরই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, “বাংলায় ব্যালটে ভোট হওয়া উচিত, বুলেটে নয়”। রাজ্যপালের এই কথায় বেজায় চটেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলে বসলেন বেফাঁস কথা। বললেন, “রাজ্যপালকে আগে বলুন যেন উনি বিজেপির ক্রিমিনালদের রাজভবনে ঠাঁই দেওয়া বন্ধ করেন। রাজভবনে বসে ক্রিমিনালদের ডাকছেন। সবার হাতে একটা বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন। দিয়ে বলছেন, তৃণমূলকে মেরে এসো। আগে এগুলো বন্ধ করতে হবে।”

তৃণমূল সাংসদের এই মন্তব্যে তুমুল বিতর্ক। পাল্টা জবাবে রাজভবন বিবৃতি জারি করে জানিয়েছে, আজ (১৬ নভেম্বর) ১০০ জন সাংসদ, নাগরিক প্রতিনিধি ও সাংবাদিকদের জন্য রাজভবন খুলে দেওয়া হবে। তারা দেখুক যে রাজভবনে অস্ত্র বা গোলাবারুদ রাখা হয়েছে কি না। কল্যাণের দাবি ভুয়ো প্রমাণিত হলে তাঁকে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। তাঁর বিরুদ্ধে স্পিকারের কাছে তদন্তের অনুরোধ জানানো হবে বলে জানিয়েছে রাজভবন।