AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Protest in Parliament: সংসদের বাইরে গলা ফাটালেন সায়নী-রচনা, কীসের দাবিতে?

TMC Protest in Parliament: সংসদের বাইরে গলা ফাটালেন সায়নী-রচনা, কীসের দাবিতে?

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Dec 03, 2025 | 7:36 PM

Share

TMC Protest: ধর্না দিলেন সায়নী-রচনা থেকে জুন মালিয়া, সুস্মিতা দেব, ইউসুফ পাঠান।  প্রসঙ্গত, এর আগের অধিবেশনেও তৃণমূল এই দাবি নিয়ে সরব হয়েছিল। এবার শীতকালীন অধিবেশন শুরু হতেই আবার ১০০ দিনের কাজে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবি তুলল তৃণমূল। 

সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতেই গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। বাংলার বকেয়া টাকা নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস সাংসদরা। মনরেগায় ২ লক্ষ কোটি টাকা বকেয়া পশ্চিমবঙ্গের। সেই বকেয়া টাকার দাবি নিয়েই সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। ধর্না দিলেন সায়নী-রচনা থেকে জুন মালিয়া, সুস্মিতা দেব, ইউসুফ পাঠান।  প্রসঙ্গত, এর আগের অধিবেশনেও তৃণমূল এই দাবি নিয়ে সরব হয়েছিল। এবার শীতকালীন অধিবেশন শুরু হতেই আবার ১০০ দিনের কাজে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবি তুলল তৃণমূল।