মালদহে শাসকদলের গোষ্ঠীসংঘর্ষ, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 06, 2026 | 3:07 PM

মালদহে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল শাসকদলের কর্মীর বিরুদ্ধেই। ঘটনাটি মালদহের কালিয়াচক থানার কাশিমনগর নিচুপাড়ার। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর জামালুদ্দিন শেখ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, বন্দুকের বাঁট দিয়ে মারা হয় তাঁর ছেলে সামিম শেখ এবং ভাইপো সাদ্দাম শেখকে। অভিযুক্ত বাবর আলি সক্রিয় তৃণমূল কর্মী। বাবর আলি ও তাঁর ছেলে হেদায়েতের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। দু'দিন আগে গ্রামে ক্রিকেট খেলা নিয়ে গন্ডগোল বেধেছিল। যা নিয়ে গতকাল সালিশিসভা বসে। সেখানেও বিবাদ বেধেছিল। তারপর মঙ্গলবার সকালে জামালুদ্দিন শেখের উপর হামলা চালানো হয়।

মালদহে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল শাসকদলের কর্মীর বিরুদ্ধেই। ঘটনাটি মালদহের কালিয়াচক থানার কাশিমনগর নিচুপাড়ার। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর জামালুদ্দিন শেখ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, বন্দুকের বাঁট দিয়ে মারা হয় তাঁর ছেলে সামিম শেখ এবং ভাইপো সাদ্দাম শেখকে। অভিযুক্ত বাবর আলি সক্রিয় তৃণমূল কর্মী। বাবর আলি ও তাঁর ছেলে হেদায়েতের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। দু’দিন আগে গ্রামে ক্রিকেট খেলা নিয়ে গন্ডগোল বেধেছিল। যা নিয়ে গতকাল সালিশিসভা বসে। সেখানেও বিবাদ বেধেছিল। তারপর মঙ্গলবার সকালে জামালুদ্দিন শেখের উপর হামলা চালানো হয়।