Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basirhat Toto News: যানজট আটকাতে টোটোয় QR কোড

Basirhat Toto News: যানজট আটকাতে টোটোয় QR কোড

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 06, 2023 | 7:02 PM

প্রথম দিকে নিত্যদিনের যানজটে টোটো মন কেড়েছিল শহরবাসীর। বসিরহাটে এবার টোটোর দাপট ঠেকাতে এবার লাগানো হচ্ছে কিউ আর কোড। সরকারি রেজিষ্ট্রেশন নম্বর থাকবে এই কিউআরে। পুজোর আগেই যানজটহীন বসিরহাট দেখতে চলেছে মানুষ, জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান।

ইছামতি নদীর তীরে সীমান্ত শহর বসিরহাট। জেলা তথা রাজ্যে জন ঘনত্বের নিরিখে প্রথম সারির শহর বসিরহাট। আর এই শহর বসিরহাটের উপর দিয়েই ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে আন্তর্জাতিক বাণিজ্য চলে। ফলে প্রতিনিয়ত নিত্যদিনে যানজটে জর্জরিত বসিরহাট শহর। প্রথম দিকে টোটো মন কেড়েছিল শহরবাসীর। কিন্তু কয়েক বছরের মধ্যে সেই টোটোই শহরের নাভিশ্বাস তুলে দিয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। শহরে নিত্য যানজটের জন্য কয়েক হাজার টোটোকেই দুষছে বসিরহাট। মধ্যমগ্রামের পর এবার বসিরহাটে রাস্তায় যত্রতত্র টোটোর দাপট ঠেকাতে লাগানো হচ্ছে কিউ আর কোড। অভিনব এই উদ্যোগ নেওয়া হচ্ছে বসিরহাট পৌরসভার উদ্যোগে। বসিরহাট শহর জুড়ে এই মুহূর্তে ২৫০০-৩০০০ টোটো চলছে। অলিতে গলিতে টোট স্ট্যান্ড গজিয়ে উঠছে। একইসঙ্গে অটোচালকদের সঙ্গে টোটোচালকদের মন কষাকষি যেন নিত্য ঘটনা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য টোটোগুলিকে বৈধতা দিতে অভিনব উদ্যোগ নিল বসিরহাট পৌরসভা। টোটোগুলিতে কিউ আর কোড হলই পরিচয়পত্র। আগামী মাসের মধ্যেই এই অভিনব উদ্যোগ চালু হতে চলেছে। এ বিষয়ে বসিরহাট সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি-এর সাধারণ সম্পাদক ভাস্কর মিত্র বলেন, “বেকার যুবকদের শুধুমাত্র টোটো চালানোর সুযোগ দেওয়া হবে, মালিকানাধীন ভাবে একই ব্যক্তির একাধিক রেজিস্ট্রেশনের টোটো চালানো বন্ধ করা হবে।” আগামী মাস থেকেই বসিরহাটের টোটোগুলিতে কিউ আর কোড বসানো হবে। জানা গিয়েছে, এই কোড স্ক্যান করা হলে টোটো মালিকের যাবতীয় তথ্য পাওয়া যাবে। সরকারি রেজিষ্ট্রেশন নম্বর থাকবে এক্ষেত্রে। এই উদ্যোগ পুরোপুরি সম্পন্ন হলে যে সমস্ত টোটোগুলিতে কিউআর কোড থাকবে না সেগুলিতে আর বসিরহাটে চলাচল করতে দেওয়া হবে না। ফলে একদিকে যেমন টোটোর একচেটিয়া দাপট ঠেকানো সম্ভব হবে, তেমনই বেআইনিভাবে যে টোটোগুলি চলছিল তা ঠেকানো সম্ভব হবে। পুরো পদ্ধতিটিই ডিজিটাল হতে চলেছে। সব মিলিয়ে বসিরহাট শহর পুজোর আগেই যানজটহীন হতে চলেছে বলে জানিয়েছেন বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র।