AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jaan Kumar Sanu, Bigg Boss: পরশ ছাবড়ার পডকাস্টে এসে এমনই বিস্ফোরক দাবি করলেন জান নিজেই

Jaan Kumar Sanu, Bigg Boss: পরশ ছাবড়ার পডকাস্টে এসে এমনই বিস্ফোরক দাবি করলেন জান নিজেই

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 12, 2024 | 12:12 AM

Share

‘কালোজাদু’ করে ‘বিগ বস্‌’-এর ঘরে পৌঁছেছিলেন কুমার শানুর ছেলে জান কুমার শানু? পরশ ছাবড়ার পডকাস্টে এসে এমনই বিস্ফোরক দাবি করলেন জান নিজেই। তিনি নাকি অলৌকিক শক্তির সাহায্য নিয়ে রিয়্যালিটি শোয়ে সুযোগ পেয়েছিলেন। কলকাতা এসে এক মহিলার সঙ্গে দেখা করে কালো জাদুর চর্চা করেন তিনি, জানান জান।

‘কালোজাদু’ করে ‘বিগ বস্‌’-এর ঘরে!
‘কালোজাদু’ করে ‘বিগ বস্‌’-এর ঘরে পৌঁছেছিলেন কুমার শানুর ছেলে জান কুমার শানু? পরশ ছাবড়ার পডকাস্টে এসে এমনই বিস্ফোরক দাবি করলেন জান নিজেই। তিনি নাকি অলৌকিক শক্তির সাহায্য নিয়ে রিয়্যালিটি শোয়ে সুযোগ পেয়েছিলেন। কলকাতা এসে এক মহিলার সঙ্গে দেখা করে কালো জাদুর চর্চা করেন তিনি, জানান জান।

সোহিনীর নোটিশ
সোহিনী সরকার ও রণজয় বিষ্ণুর ঠাণ্ডা লড়াই এবার মোড় নিল আইনি পথে। প্রাক্তন প্রেমিক রণজয়ের বেশ কিছু মন্তব্যে ক্ষুব্ধ সোহিনী করলেন মানহানির মামলা। পাঠালেন আইনি নোটিশ। পাশাপাশি রণজয়ের আরও এক প্রাক্তন সায়ন্তনী গুহঠাকুরতাও হাঁটালেন একই পথে। তিনিও পাঠালেন নোটিশ।

কোথায় হারালেন দেব-রুক্মিনী
শনিবার মধ্যরাতে দেবের হাত ধরে ভ্যাকেশনে রুক্মিনী মৈত্র। প্রতিবছর একটা ছোট্ট ট্রিপ হলেও প্ল্যান করে থাকেন তাঁরা। কাজের ব্যস্ততা কাটিয়ে এবারও তাই একান্তে সময় কাটাতে বেরিয়ে পড়লেন জুটি। যদিও গন্তব্য কোথায়, তা রহস্যই রাখলেন তাঁরা।

বিতর্কে শাহরুখ
আচমকাই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে শাহরুখ খান। শনিবার লোকার্নো চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে প্রথম ভারতীয় সেলিব্রিটি হিসেবে আজীবন সম্মাননা পুরস্কার ‘পার্দো আল্লা ক্যারিয়ারা’ বা ‘ক্যারিয়ার লেপার্ড’-এ সম্মানিত হন নায়ক। অনুষ্ঠানের রেড কার্পেট ভিডিয়ো সোশ্যালে তুমুল ভাইরাল, যেখানে ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় এক প্রৌঢ়কে সজোরে ধাক্কা মারতে দেখা গেল শাহরুখ খানকে। তারপরই নেটিজ়েনদের মন্তব্য– ‘ভালোমানুষির মুখোশ খুলে গেল’

বিচার চাইলেন সৌরভ
তিলোত্তমার নারকীয় হত্যাকাণ্ডে এবার বিচার চেয়ে সরব হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিবাদ করে বললেন, ‘খুবই দুর্ভাগ্যের। কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এর বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা উচিত। ভয়ানক। সত্যি ভয়ানক। সব জায়গায় সব কিছু সম্ভব। ‘

 

ট্রোল্ড সোহিনী
তিলোত্তমা প্রসঙ্গে যখন সরব গোটা বাংলা তখন সেজেগুজে পোস্ট? সোহিনী সরকারের এই কাজ মেনে নিতে পারলেন না নেটিজ়েনদের একাংশ। প্রতিবাদ করে বললেন, ‘সহায় সিনেমা ও সম্পূর্ণা ওয়েব সিরিস দারুণ লেগেছে। কিন্তু কাল বুঝেছি, সবটাই অভিনয়। উনি চমক লিখে একটা ছবি পোস্টিয়েছেন সেজেগুজে। তখন মনে হল, এখন ইচ্ছে করল এরম ছবি দিতে?’

পাশে নেই যিশু!
যিশু সেনগুপ্তের পরকীয়ায় নাম জড়িয়েছে। এর পর থেকে সামাজিক মাধ্যমে তাঁর অস্তিত্বই যেন কার্যত অস্বীকার করছেন স্ত্রী-মেয়ে। এবার সারার জীবনে বিশেষ দিনেও দেখা মিলল না যিশু সেনগুপ্তের। বরং পাশে ঢালের মতো দাঁড়িয়ে ছিলেন মা নীলাঞ্জনা। এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে র‍্যাম্পওয়াক করতে দেখা গিয়েছিল সারাকে। সঙ্গে গিয়েছিলেন মা নীলাঞ্জনা।

খোলা চুলে শ্রাবন্তী
এমনিতে নায়িকাদের কমেন্ট বক্সে খুব একটা আনাগোনা থাকে না তাঁর। তবে নায়িকা যখন শ্রাবন্তী চট্টোপাধ্যায় তখন কামারহাটির ‘রঙিন’ বিধায়কও রইলেন না চুপ। এ দিন খোলা চুলে গোলাপি শাড়িতে দেখে কমেন্ট করা থেকে নিজেকে আটকাতে পারলেন না তিনি। তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শ্রাবন্তীকে মনে করিয়ে দিলেন, “হাই, পুজো আসছে।” ওদিকে মদনের কমেন্টের পাল্টা উত্তর দিতে দেখা গেল শ্রাবন্তীকেও। তিনি লিখলেন, “হ্যাঁ দাদা।”

চাঁচাছোলা প্রাক্তন সাংসদ
এনআরএসের ঘটনায় গর্জে উঠলেন প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। এক্স হ্যান্ডেলে নিজের মতামত ব্যক্ত করে মিমি লেখেন, “এমন শাস্তি হওয়া উচিৎ যে পরের বার এমন কোনও ঘটনা ঘটানোর আগে যেনো মেরুদণ্ড দিয়ে হিম স্রোত নেমে আসে।”