Twitter: টুইটারে খবর পড়তেও লাগবে টাকা?
ফ্রি-র জমানা শেষ। টুইটার পরিষেবার জন্য এবার থেকে খরচ হতে চলেছে গ্যাঁটের কড়ি। টুইটারে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য খরচ করতে হবে টাকা। টুইটার ব্লু পরিষেবার পর এবার খবর পড়ার জন্যও টাকা খরচ করতে হবে।
ফ্রি-র জমানা শেষ। টুইটার পরিষেবার জন্য এবার থেকে খরচ হতে চলেছে গ্যাঁটের কড়ি। টুইটারে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য খরচ করতে হবে টাকা। টুইটার ব্লু পরিষেবার পর এবার খবর পড়ার জন্যও টাকা খরচ করতে হবে। আগামী মাস থেকেই এই পরিষেবা চালু হতে চলেছে। ইলন মাস্ক ঘোষণা করেন যে টুইটারে খবর পড়তে এবার থেকে টাকা লাগবে। আগামী মাস থেকে টুইটারে খবরের প্রতিবেদন পড়ার জন্য মিডিয়া প্রকাশকরা টাকা নিতে পারবেন। ইলন মাস্ক জানিয়েছেন,এবার থেকে টুইটারে কোনও খবর পড়তে গেলে প্রতিবেদন পিছু নির্দিষ্ট অঙ্ক ফি বাবদ দিতে হবে। টুইটারের তরফে খবর পড়ার জন্য় একটি মাসিক সাবস্ক্রিপশন প্য়াকেজও আনা হবে। এই সাবস্ক্রিপশন পরিষেবাই বেশি লাভজনক হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। প্রতি প্রতিবেদন পিছু ফি দেওয়ার তুলনায় যদি কোনও গ্রাহক সাবস্ক্রিপশন নেন,তার খরচ কম পড়বে। যারা মাসিক সাবস্ক্রিপশনের জন্য় সাইন আপ করবেন না,তাদের প্রতিবেদন পিছু ফি দিতে হবে। প্রতিবেদন পিছু খরচ, মাসিক খরচের তুলনায় বেশি হবে। যারা খবর পড়তে চান,তারা মাসিক সাবস্ক্রিপশনের বদলে এই পরিষেবা গ্রহণ করতে পারেন। এতে সংবাদমাধ্যম ও জনগণ-উভয়েরই সুবিধা হবে। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যম তাদের ওয়েবসাইটের জন্য পে-ওয়াল ব্য়বহার করেন। সেখানে সাবস্ক্রিপশন নিলে তবেই প্রতিবেদন পড়া যায়। ইলন মাস্ক ইঙ্গিত দিয়েছিলেন যে টুইটার প্ল্যাটফর্মে পে-ওয়াল বাইপাস বসানো হতে পারে। গ্রাহকদের টুইটারের মাধ্যমে খবর পড়ার জন্য টাকা দিতে হবে। ইলন মাস্ক জানিয়েছিলেন,টুইটারে ভুয়ো খবর রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হবে।