Dhupguri News: শীতকালে দুর্ঘটনা এড়াতে উদ্যোগ
শুক্রবার ভোর রাতে সমস্ত সমস্ত দূর পাল্লার গাড়ি চালকদের খাওয়ানো হলো চা ও বিস্কুট ট্রাফিক পুলিশের তরফে। কারণ অধিকাংশ দুর্ঘটনার ক্ষেত্রে দেখা গিয়েছে দূরপাল্লার লরিচালকদের চোখ লেগে যাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে। তাই ঘুম ও তন্দ্রা কাটাতে এবং চালক দের সচেতন করতে। চা খাইয়ে ট্রাফিক পুলিশ আধিকারিকরা তাদেরকে বুঝান যাতে গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা হয় এমনকি চোখ লেগে আসলে যাতে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে চোখে মুখে জল দেন একটু জিরিয়ে নেন তারপরেই গন্তব্য স্থলের উদ্দেশ্যে রওনা দেন, এইসব বিষয়ে তাদেরকে সচেতন করা হয় ।
শীতকালে দুর্ঘটনার পরিমাণ বেড়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে চালকদের সচেতন করতে অভিনব উদ্যোগ নিল ধূপগুড়ি ট্রাফিক গার্ডের পুলিশ। শুক্রবার ভোর রাতে সমস্ত সমস্ত দূর পাল্লার গাড়ি চালকদের খাওয়ানো হলো চা ও বিস্কুট ট্রাফিক পুলিশের তরফে। কারণ অধিকাংশ দুর্ঘটনার ক্ষেত্রে দেখা গিয়েছে দূরপাল্লার লরিচালকদের চোখ লেগে যাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে। তাই ঘুম ও তন্দ্রা কাটাতে এবং চালক দের সচেতন করতে। চা খাইয়ে ট্রাফিক পুলিশ আধিকারিকরা তাদেরকে বুঝান যাতে গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা হয় এমনকি চোখ লেগে আসলে যাতে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে চোখে মুখে জল দেন একটু জিরিয়ে নেন তারপরেই গন্তব্য স্থলের উদ্দেশ্যে রওনা দেন, এইসব বিষয়ে তাদেরকে সচেতন করা হয় ।
ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি পি বি লামাম ও অন্যান্য পুলিশ কর্মীরা শুক্রবার ভোর রাতে ধূপগুড়ি ট্রাফিক চৌপতি এলাকায় সমস্ত গাড়িগুলিকে দাঁড় করিয়ে তাদের চালক ও খালাসি দের সচেতনও করানো হয়।কারণ ভোররাতে অধিকাংশ রাস্তায় দোকানপাট বন্ধ থাকে।চায়ের দোকান ও খোলা থাকেনা যার কারনে শীতের মধ্যে দীর্ঘক্ষণ গাড়ি চালানোর কারণে গাড়ি চালকরা ইচ্ছে হলেও চা খেয়ে তাদের তন্দ্রা কাটাতে পারেন না। গাড়ি চালাতে চালাতে চোখে লেগে আসে, আর যার কারণে বিশেষ করে জাতীয় সড়ক গুলিতে দুর্ঘটনা ঘটে থাকে।
শুক্রবার ভোড় ৪ টা নাগাদ ধূপগুড়ি শহরে ট্রাফিক চৌপতি এলাকায় ধূপগুড়ি থানার ট্রাফিক গার্ডের ওসি পিবি লামা ও তো অন্যান্য ট্রাফিক পুলিশ কর্মীরা সমস্ত দূরপাল্লার লরি এবং ছোট গাড়ি গুলিকে দার করিয়ে চা খাইয়ে তাদের সচেতন করেন।