Tarapith: আজ মায়ের পায়ে ফল নিবেদনেই কাটবে বাঁধা! কী বলছেন তারাপীঠের তান্ত্রিক?
আজ ফলহারিণী অমাবস্যা। হিন্দু শাস্ত্র অনুসারে, এই দিন স্বয়ং দেবী মর্ত্যে নেমে এসে ভক্তদের ইচ্ছাপূরণ করেন। তাই আজকের দিনটিতে বিভিন্ন মাতৃপীঠে ফল দিয়ে বিশেষ পুজোর আয়োজন হয়েছে। বিশেষত তারাপীঠে আজ ফুলের বদলে মা তারাকে সাজানো হয়েছে আম, জাম, লিচু, কাঁঠালসহ নানা ফল দিয়ে। পুজোর নিয়ম অনুযায়ী, দেবীকে সবচেয়ে প্রিয় একটি ফল নিবেদন করতে হয়। পরে […]
আজ ফলহারিণী অমাবস্যা। হিন্দু শাস্ত্র অনুসারে, এই দিন স্বয়ং দেবী মর্ত্যে নেমে এসে ভক্তদের ইচ্ছাপূরণ করেন। তাই আজকের দিনটিতে বিভিন্ন মাতৃপীঠে ফল দিয়ে বিশেষ পুজোর আয়োজন হয়েছে। বিশেষত তারাপীঠে আজ ফুলের বদলে মা তারাকে সাজানো হয়েছে আম, জাম, লিচু, কাঁঠালসহ নানা ফল দিয়ে।
পুজোর নিয়ম অনুযায়ী, দেবীকে সবচেয়ে প্রিয় একটি ফল নিবেদন করতে হয়। পরে সেই ফল বাড়িতে রেখে দিতে হয় এক বছরের জন্য। ইচ্ছাপূরণ হলে সেটি গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়।
এদিন গঙ্গাস্নান, মৌনী ব্রত, অশ্বত্থ গাছ ও শিবপুজোরও বিশেষ গুরুত্ব রয়েছে। পণ্ডিতদের মতে, শাস্ত্র অনুযায়ী পূজা ও দান করলে জীবনে আসে সুখ-সমৃদ্ধি। বিভিন্ন তীর্থস্থান থেকে আজ সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় চোখে পড়েছে। কী বলছে তারাপীঠের তান্ত্রিক? দেখুন ভিডিয়ো