AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood Gossip, Srabanti Chatterjee: এখনও হয়নি আইনি বিচ্ছেদ, এরই মধ্যে প্রেমে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী?

Tollywood Gossip, Srabanti Chatterjee: এখনও হয়নি আইনি বিচ্ছেদ, এরই মধ্যে প্রেমে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী?

TV9 Bangla Digital

| Edited By: জয়িতা চন্দ্র

Updated on: Oct 01, 2024 | 1:17 PM

Share

Srabanti Chatterjee: লোকচক্ষুর আড়ালে ২০১৯ সালে চুপিচুপি চন্ডীগঢ়ে বিয়ে সারেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিং । এক বছর পরেই যে সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন নায়িকা। যদিও এখনও তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি। এরই মধ্যে শোনা যাচ্ছে আবার নতুন প্রেমে পড়েছেন রোশন।

প্রেমে পড়লেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী

লোকচক্ষুর আড়ালে ২০১৯ সালে চুপিচুপি চন্ডীগঢ়ে বিয়ে সারেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিং । এক বছর পরেই যে সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন নায়িকা। যদিও এখনও তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি। এরই মধ্যে শোনা যাচ্ছে আবার নতুন প্রেমে পড়েছেন রোশন।

লিলির সিদ্ধান্ত

বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী এবার দুর্গাপুজোতে বাড়িতে থাকতে চান। হাঁটুর ব্যথার জন্য ওষুধ খাচ্ছেন। পাশাপাশি আরজি কর কাণ্ড নিয়ে মনখারাপ তাঁর। তাই এই বছরে সেভাবে আনন্দ করার জন্য মন সায় দিচ্ছে না তাঁর। তাই পাঁচ দিনই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিচ্ছেদের জল্পনা নিয়ে সরব

অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের নাকি বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে আগেই। খর ছড়িয়ে পড়তেই মুখ খললেন অভিনেতা। বললেন, আমি-আমরা এখনও সংসার করছি। আমরা ভাল আছি। কীভাবে রটে এসব কথা বুঝতেই পারি না। ২০ বছরের সম্পর্কে মান-অভিমান থাকবেই। তাই বলে বিচ্ছেদ!

চাঁচাছোলা তুলিকা

৯ অগস্ট আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে অশান্তির পারদ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে টলিপাড়ার তারকাদের দিকে তাক বেফাঁস মন্তব্য করে বসেন তৃণমূল সাংসদ সৌগত রায়। ব্যস তা শোনা মাত্রই রেগে আগুন অভিনেত্রী তুলিকা বসু। ফেসবুকে এসে নাম না করে তাঁকে উত্তম-মধ্যম দিলেন অভিনেত্রী।

আলিয়ার সমস্যা

আলিয়া ভাট, এই মুহূর্তে ‘জিগরা’ ছবির প্রস্তুতি নিচ্ছেন। তবে তারই মাঝে নিজের এক বড় ব্যাধির কথা আনলেন সামনে। কী হয়েছে আলিয়ার? জানা যাচ্ছে, ‘অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার’ (ADHD)-এ আক্রান্ত আলিয়া ভাট। অসুখটা কী? আলিয়ার কথায়, ‘এমন কিছু কাজ হওয়া দরকার যা খুব দ্রুত শেষ করা যায়। খুব বেশি সময় কোনও ক্ষেত্রেই দিতে চাই না।

স্ত্রী ২ রেকর্ড

স্ত্রী ২ ছবিটি স্বাধীনতা দিবসের সময় মুক্তি পেয়েছে। এই ছবিটি এই বছরের বলিউডের অন্যতম বড় ব্লকবাস্টার হিট যে সেটা নিঃসন্দেহে বলা যায়। ইতিমধ্যেই শাহরুখের জওয়ান ছবির রেকর্ড ভেঙেছে শ্রদ্ধার ছবি। বর্তমানে টপকে গেল ৮০০ কোটির গণ্ডি।

আলাদা হচ্ছেন অভিষেক?

অভিষেক বচ্চন মুম্বইয়ে একটি স্টাইলিশ অ্যাপার্টমেন্ট কিনেছেন বলে খবর। সূত্রের খবর অ্যাপার্টমেন্টটি বচ্চন পরিবারের বাসভবন ‘জলসা’-এর বেশ কাছাকাছি অবস্থিত। এই অ্যাপার্টমেন্ট থেকে জুহুর সমুদ্র সৈকতের দারুণ ভিউ পাওয়া যায়। তবে এখানে ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে থাকবেন কি না, সেই প্রসঙ্গে কোনও খবরই মেলেনি।

প্রতিবাদে শান

অরিজিত্‍ সিংয়ের পর এবার গায়ক শান। গান বাঁধলেন দুর্গতিনাশীনি। এই মুহূর্তে আরজি কর কাণ্ডের জেরে উত্তপ্ত গোটা কলকাতা শহর। দুর্গাপুজোর আর এক মাসও বাকি নেই। কিন্তু এই বছর পুজোর সেই আনন্দটা যেন নেই বললেই চলে। চারিদিকে শুধুই প্রতিবাদের আবহাওয়া। এই পরিস্থিতিতে মা আসার আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে নতুন গান বেঁধে ফেললেন শান।

আরাধ্যার সংস্কার

ছোটবেলা থেকে মায়ের রক্ষণাবেক্ষণেই বেড়ে ওঠা তার। দেশে-বিদেশে সর্বত্র সে ঘুরেছে মায়ের সঙ্গী হয়ে। কথা হচ্ছে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চনের । সম্প্রতি দুবাইয়ে একটি অ্যাওয়ার্ড ফাংশনে দেখা গেল এক ব্যক্তিকে পা ছুঁয়ে প্রণাম করছেন তারকা কন্যা। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই প্রশংসায় ভরে গিয়েছে খুদে।

Published on: Sep 20, 2024 08:06 PM