তিলোত্তমার বিচার চেয়ে এবার পথে টলিউড, কাদের দেখা গেল মিছিলে?

তিলোত্তমার বিচার চেয়ে এবার পথে টলিউড। টেকিনিশিয়ান স্টুডিয়ো থেকে শুরু হওয়া তারকাদের মিছিলেন এ দিন দেখা গেল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন, অঙ্কুশ হাজরা , পরমব্রত চট্টোপাধ্যায়দের। এছাড়াও মিছিলে যোগ দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অনির্বাণ চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ অনেকেই।

তিলোত্তমার বিচার চেয়ে এবার পথে টলিউড, কাদের দেখা গেল মিছিলে?
| Edited By: | Updated on: Aug 18, 2024 | 11:01 PM

রাজপথে টলিউড
তিলোত্তমার বিচার চেয়ে এবার পথে টলিউড। টেকিনিশিয়ান স্টুডিয়ো থেকে শুরু হওয়া তারকাদের মিছিলেন এ দিন দেখা গেল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন, অঙ্কুশ হাজরা , পরমব্রত চট্টোপাধ্যায়দের। এছাড়াও মিছিলে যোগ দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অনির্বাণ চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ অনেকেই।

কী বলেছিলেন দেব
রাজ্য এখন আরজি কর কাণ্ডে উত্তাল। এই যন্ত্রণা নতুন নয়। দিনে দিনে একই নির্যাতনের মুখে পড়তে হয়েছে নারীদের। এই নিয়ে রাজনীতি নয়। একবার দেব নিজে বলেছিলেন, একটা ঘটনাকে কেন্দ্র করে আমি কতটা লাভ করতে পারলাম..। কেউ ভাবছে না কোন মেয়েটা কোন ছেলেটা! প্রতিটা রাজনৈতিক দলকে তাঁদের নিজস্ব এজেন্ডাকে সরিয়ে রেখে এই ধর্ষণ বিষয়টাকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। কড়া পদক্ষেপ করতে হবে।

প্রশংসায় জিৎ
সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে সকলের মন জয় করলেন জিৎ আরজি কর নিয়ে যখন ফুঁসছে রাজ্য, ঠিক তখনই অনুষ্ঠান থামিয়ে জিৎ বললেন, এখানে উপস্থিত যারা আছি তাঁরা সকলেই, সেই মহিলা ও তাঁর পরিবারের প্রতি, তাঁর আত্মীয় পরিজনের প্রতি, শান্তি কামনার জন্য, আমাদের রাজ্যের শান্তি কামনার জন্য, এক মিনিট নীরাবতা পালন করি, আমার খুব ভাল লাগবে।’ এই ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজ়েনদের প্রশংসায় জিৎ।

মাতৃহারা কৌশিক

মাতৃহারা টলিউড পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। রবিবার শোকের ছাড়া গঙ্গোপাধ্যায় পরিবারে। বেশ কিছুদিন ধরেই পরিচালকের মা ছিলেন অসুস্থ। চলছিল চিকিৎসা। তবে রবিবার সব চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হন পরিচালকের মা। যদিও বুকে যন্ত্রণা চেপেই এদিন টলিউডের ডাকা মিছিলে তিলোত্তমার বিচার চেয়ে পা বাড়িয়েছেন তিনিও।

ভুল করে ফেলেছি: মধুমিতা
স্বাধীনতা দিবসের সকালে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন মধুমিতা সরকার। সেই পোস্টের ক্যাপশনে ‘ভারতবর্শ’ এবং ‘দিবেস’ এই দুটি বানান ভুল লেখেন তিনি। এর পরেই সামাজিক মাধ্যমে হাসির খোরাক হতে হয় তাঁকে। অভিনেতা ঋদ্ধি সেন তো প্রকাশ্যেই ‘অশিক্ষিত’ তকমা দেন মধুমিতাকে। পরমুহূর্তেই নিজের ভুল শুধরে নেন মধুমিতা। এবার ক্ষমা চাইলেন তিনি।

বাড়ি ফিরলেন ভিক্টর
বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দোপাধ্যায়ের অসুস্থতার খবর ইতিমধ্যেই জেনে গিয়েছেন সবাই। উত্তরাখণ্ডের মুসৌরির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। বাড়িতে আচমকাই বুকে ব্যথা অনুভব করায় তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখন কেমন আছেন প্রবীণ অভিনেতা? পরিবার সূত্রে খবর, এখন তিনি অনেকটাই সুস্থ। শনিবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অভিনেতা।

ধৈর্য্যের বাঁধ ভাঙল অরিজিত্‍ সিংয়ের
“দয়া করে আমায় আগেই যা বোঝানোর বুঝিয়ে দিন। রাস্তায় নামলে আর কিছু বুঝব না”– নিজের এক্স হ্যান্ডেল থেকে ঠিক এই বার্তাই দিয়েছেন গায়ক অরিজিৎ সিং। গর্জে উঠে তাঁর হুঁশিয়ারি আগামী সাত দিনের মধ্য়ে সুষ্ঠু বিচার না হলে রাস্তাতেও নামতে পারেন তিনি।

বিয়ে ভাঙল অনিন্দ্য-মধুজার
প্রায় ১৪ বছরের দাম্পত্য জীবন গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী মধুজা বন্দ্যোপাধ্যায়ের। এ বার ভাঙছে সেই বিয়ে। এমনিতেই উত্তাল পরিস্থিতি রাজ্য রাজনীতিতে। আরজি কর-কাণ্ডের প্রতিবাদ পথে নেমেছেন শিল্পী থেকে সাধারণ মানুষ। এমনিই এক রবিবারের সন্ধ্যায় রবীন্দ্রনাথের গানে নিজেদের বিবাহবিচ্ছেদের কথা সমাজমাধ্যমে জানালেন গায়কের স্ত্রী মধুজা বন্দ্যোপাধ্যায়।

কী বললেন মীর
আরজি করের বিচার চেয়ে সরব আজ মীর আফসার আলিও। তবে এই আন্দোলনে এক অন্য ছবি খুঁজে পেলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘আমাদের ওই মেয়েটি ওই ভাবে চলে গিয়ে আমাদের গ্রাম, শহর, জেলা, রাজ্য, দেশ-কে এক করে দিয়ে গেল! এখানে আমাদের বলতে যারা রাজনীতি বুঝি না। ভুল লিখে থাকলে ক্ষমা করবেন।’

Follow Us: