Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Das Marriage: চিংড়ির মালাইকারি থেকে ক্ষীর-পাটিসাপটা, জমজমাট ‘মন্টু’র বিয়ের মেন্য়ু

Sourav Das Marriage: চিংড়ির মালাইকারি থেকে ক্ষীর-পাটিসাপটা, জমজমাট ‘মন্টু’র বিয়ের মেন্য়ু

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Dec 15, 2023 | 11:32 PM

Tollywood Marriage: বাইপাসের ধারে বিলাসবহুল বিয়ের আসর। সেখানেই সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা সৌরভ দাস ও দর্শনা বণিক। হাজির ছিলেন টলিউডের চেনামুখেরা। খাওয়াদাওয়ার আয়োজনও ছিল বিস্তর। ফিশ ওরলি থেকে ফুচকা, চিংড়ির মালাইকারি থেকে ক্ষীর-পাটিসাপটা, বাদ ছিল না কিছুই।

অসুস্থ রূপাঞ্জনা
খুব শরীর খারাপ অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রর। মারাত্মক জ্বর হয়েছে তাঁর। টানা চারদিন বিছানা থেকে মাথা তুলে উঠতে পারেননি। টানা চারদিন শুটিংও করতে পারেননি তিনি। এক ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন, “কেউ যেন আমার শরীরটা নিংড়ে নিচ্ছে।”

ববির ঘুরে দাঁড়ানোর গল্প
অভিনেতা ববি দেওলের কামব্যাকের গল্প বেশ মেলোড্রামাটিক। কাজ ছিল না হাতে। মদ্যপানে ডুবে গিয়েছিলেন। অন্যদিকে, স্ত্রী বাইরে বেরিয়ে টাকা রোজগার করেছেন। এমন পরিস্থিতিতে ছেলে কটাক্ষ করেন, “বাবা বাড়িতেই থাকে, মায়ের পয়সায় খায়।” এই মন্তব্য ভীষণ দুঃখ দেয় ববিকে। তিনি ঘুরে দাঁড়ান।

কাকে ‘বেটা’ বললেন শাহরুখ?
গায়িকা জোজোর ভাইকে ‘বেটা’ সম্বোধন করলেন শাহরুখ খান। একসঙ্গে দেড় ঘণ্টা কাটালেন দুই তারকা। জোজোর ভাই অভিনেতা দেবপ্রিয় মুখোপাধ্যায় সম্প্রতি একটি বিজ্ঞাপনী ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন এবং তারপর থেকেই তিনি অভিভূত হয়েছেন আরও।

হলুদ ছোঁয়াতেই ধেয়ে এল কটাক্ষ
শুক্রবার, ১৫ ডিসেম্বর বিয়ে করলেন টলিপাড়ার অভিনেতা সৌরভ দাস। অভিনেত্রী দর্শনা বণিককে বিয়ে করলেন তিনি। সৌরভের গালে হলুদ লাগাতে আসেন অভিনেত্রী সোহিনী সরকার। তারপরই নেটিজ়েনদের কটাক্ষ, ‘বিয়ে না ছেলে খেলা।’

ববির দুর্ব্যবহার
মেজাজ পরিবর্তন হয়েছে ববি দেওলের। তিনি নাকি খ্যাতি সামলাতে পারছেন না। সম্প্রতি বিমানবন্দরে দুর্ব্যবহার করেছেন ববি। তিনি এক ভক্তকে ধাক্কা দিয়েছেন। ব্যক্তি ববির কাছে এসেছিলেন ছবি তোলার জন্য। এই দুর্ব্যবহারের কারণে ট্রোলের মুখেও পড়েছেন ধর্মেন্দ্রর কনিষ্ঠ পুত্র।

প্রয়াত অনুপ ঘোষাল
সঙ্গীতজগতে দুঃখের খবর। প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার অনুপ ঘোষাল। এ দিন অর্থাৎ শুক্রবার কলকাতায় নিজের বাসভবনে মৃত্যু হয়েছে তাঁর। পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৭৮ বছর।

টলিপাড়ায় ধুন্ধুমার
নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে আর কিছু দিন পরেই। এরই মধ্যে হঠাৎ করেই শুক্রবার সকালে বিস্ফোরক অভিনেত্রী সোহিনী গুহ রায়। ইন্ডাস্ট্রির সিনিয়রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। অভিনেত্রীর কথায়, “আমি কারও নাম বলতে চাই না। তবে কিছু না কিছু তো অবশ্যই ঘটেছে। মানুষ যখন সম্মানটাও দিতে চান না তখন খারাপও লাগে। হতেই পারেন তিনি আমার থেকে বয়সে বড়, কিন্তু সম্মানটা তো সবাইকে দিতে হয় তাই না?”

বড় শাস্তির মুখে অঙ্কিতা
‘বিগবস হাউজ়’-এ প্রবেশ করার পর থেকেই একের পর এক বিতর্কে বিদ্ধ অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। কখনও স্বামী ভিকি জৈনের সঙ্গে ঝামেলা আবার কখনও বা সহ প্রতিযোগীর সঙ্গে হাতাহাতি হওয়ার মতো অবস্থা– এরই মধ্যে আবারও এক নতুন বিতর্ক। চিকিৎসকের কাছে থেকে বিগবসের নিয়ম ভেঙে বাইরের দুনিয়া নিয়ে প্রশ্ন করায় বড় শাস্তির মুখে পড়তে পারেন অঙ্কিতা। বন্ধ হতে পারে তাঁর চিকিৎসা।

সাতপাকে বাঁধা পড়লেন সৌরভ-দর্শনা
বাইপাসের ধারে বিলাসবহুল বিয়ের আসর। সেখানেই সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা সৌরভ দাস ও দর্শনা বণিক। হাজির ছিলেন টলিউডের চেনামুখেরা। খাওয়াদাওয়ার আয়োজনও ছিল বিস্তর। ফিশ ওরলি থেকে ফুচকা, চিংড়ির মালাইকারি থেকে ক্ষীর-পাটিসাপটা, বাদ ছিল না কিছুই।

Published on: Dec 15, 2023 11:31 PM